May 21, 2025, 7:12 pm
সর্বশেষ:
৭ মাস বাসায় আটকে রেখে ধর্ষণ অভিযোগে সংগীতশিল্পী নোবেল গ্রেপ্তার বাংলাদেশ সেক্রেটারিয়েট জার্নালিস্ট অ্যাসোসিয়েশন’র কমিটি পুনর্গঠন: সভাপতি রিয়াজ, সম্পাদক নিজাম এখন আমরা বাঘের মুখে পড়েছি: মির্জা আব্বাস ব্রিটিশ হাইকমিশনারের সাক্ষাৎ :কমিশনের সুপারিশে গণমাধ্যমে বেশ কিছু সংস্কার উদ্যোগ: তথ্য উপদেষ্টা মেঘনায় ৩ প্রতিষ্ঠানকে ভ্রাম্যমাণ আদালতের জরিমানা গজারিয়ায় শীর্ষ সন্ত্রাসী সৈকত গ্রেফতার কালুরঘাট সেতুর ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন প্রধান উপদেষ্টা ইশরাককে মেয়র পদে বসাতে ২৪ ঘণ্টার আল্টিমেটাম একটি বিশেষ পথচলার নাম অটিজম নির্বাচন পুরোপুরি বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয় : প্রেস সচিব

মেঘনায় ধর্ষণ চেষ্টা মামলার আসামীকে আদালতে প্রেরণ

 

মেঘনা প্রতিনিধি।।

কুমিল্লার মেঘনা উপজেলায় ধর্ষণ চেষ্টা মামলার আসামী মো. রমজানকে আজ সোমবার(৮ জুলাই) আদালতে প্রেরণ করেছে পুলিশ। মেঘনা থানা সূত্রে এ তথ্য নিশ্চিত করা হয়েছে। গত ৬ জুলাই রাত দুইটায় উপজেলার চালিভাঙ্গা আশ্রায়ন প্রকল্পে বসবাসকারী,মনের ভুলে রাতে দরজা বন্ধ করে স্বামী -স্ত্রী দুই রুমে ঘুমিয়ে পড়েন। সেই সুযোগে একই এলাকার মো. রমজান (৪০)ঘরে প্রবেশ করে গৃহবধুকে ঘুমের মধ্যে শাড়িরিক নির্যাতন ও ধর্ষণ চেষ্টা চালায়। এ ঘটনায় গতকাল রোববার(৭জুলাই) নির্যাতিতা বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন আইনে মামলা করেন। পরে পুলিশ আসামি রমজানকে গ্রেপ্তার করে। এজাহার সূত্রে জানা যায় আসামি রমজান নির্যাতিতার দিকে প্রায়ই বিভিন্ন অংগভঙিতে তাকাতেন এবং সে একজন খারাপ প্রকৃতির লোক। গত শুক্রবার রাতে ঘরের দরজা বন্ধ না করে স্বামী -স্ত্রী দুই রুমে ঘুমিয়ে পড়েন।রাত দুইটার দিকে রমজান ঘরে প্রবেশ করে গৃহবধুকে ঘুমের মধ্যে শাড়িরিক নির্যাতন ও ধর্ষণ চেষ্টা চালায় । তখন গৃহবধুর আত্মচিৎকারে স্বামী জাফর ইকবাল সহ প্রতিবেশীরা সজাগ পেলে নির্যাতিতাকে কারো কাছে না বলার ভয়ভীতি প্রদর্শন করে পালিয়ে যায়।


আপনার মতামত লিখুন :

মন্তব্য বন্ধ আছে।


ফেসবুকে আমরা