May 21, 2025, 8:21 pm
সর্বশেষ:
৭ মাস বাসায় আটকে রেখে ধর্ষণ অভিযোগে সংগীতশিল্পী নোবেল গ্রেপ্তার বাংলাদেশ সেক্রেটারিয়েট জার্নালিস্ট অ্যাসোসিয়েশন’র কমিটি পুনর্গঠন: সভাপতি রিয়াজ, সম্পাদক নিজাম এখন আমরা বাঘের মুখে পড়েছি: মির্জা আব্বাস ব্রিটিশ হাইকমিশনারের সাক্ষাৎ :কমিশনের সুপারিশে গণমাধ্যমে বেশ কিছু সংস্কার উদ্যোগ: তথ্য উপদেষ্টা মেঘনায় ৩ প্রতিষ্ঠানকে ভ্রাম্যমাণ আদালতের জরিমানা গজারিয়ায় শীর্ষ সন্ত্রাসী সৈকত গ্রেফতার কালুরঘাট সেতুর ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন প্রধান উপদেষ্টা ইশরাককে মেয়র পদে বসাতে ২৪ ঘণ্টার আল্টিমেটাম একটি বিশেষ পথচলার নাম অটিজম নির্বাচন পুরোপুরি বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয় : প্রেস সচিব

না.গঞ্জ পাসপোর্ট অফিসের সেবা গ্রহীতাদের সেবা প্রদানে ৩ জেলা অফিসে

 

নিজস্ব প্রতিবেদক।।

কোটা আন্দোলনে সহিংসতায় ক্ষতিগ্রস্ত হয়েছে নারায়ণগঞ্জের স্থানীয় পাসপোর্ট অফিস। সেখানে থাকা প্রস্তুত সাড়ে ৬ হাজার রেডি পাসপোর্ট পুড়িয়ে দেওয়া হয়েছে। ক্ষতিগ্রস্ত পাসপোর্ট অফিসে সাধারণ জনগণের সেবা পেতে বেশ দুর্ভোগ পোহাতে হচ্ছে। সূত্র : না:গঞ্জ লাইভ

এরই মধ্যে জেলার পাসপোর্ট সেবা প্রত্যাশীদের জন্য বিকল্প ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানিয়েছেন জেলা প্রশাসক মো. মাহমুদুল হক। তিনি জানান, নারায়ণগঞ্জবাসীর পাসপোর্ট সেবা পেতে ৩ জেলার পাসপোর্ট অফিসে যোগাযোগ করতে হবে।

জেলা প্রশাসক মাহমুদুল হক  বলেন, সাড়ে ৬ হাজার রেডি পাসপোর্ট জ্বালিয়ে দেওয়া হয়েছে, এটা অনেক বড় লস হয়েছে। এই আঞ্চলিক পাসপোর্ট অফিস টা ঠিক কবে ভালোভাবে চালু করা যাবে এটি অনিশ্চিত। পাসপোর্ট অধিদপ্তর থেকে আমাদের কিছু নির্দেশনা পাঠানো হয়েছে। জেলার আওতায় থাকা পাসপোর্টগুলো অঞ্চলভেদে নরসিংদী পাসপোর্ট অফিস, কেরানীগঞ্জ পাসপোর্ট অফিস ও মুন্সিগঞ্জ আঞ্চলিক পাসপোর্ট অফিসে পাঠানো হবে।

তিনি জানান, সোনারগাঁ, রূপগঞ্জ ও আড়াইহাজারের বাসিন্দাদের নরসিংদী পাসপোর্ট অফিসে যোগাযোগ করতে বলা হয়েছে। নারায়ণগঞ্জ সদরের ও ফতুল্লার বাসিন্দাদের কেরানীগঞ্জ পাসপোর্ট অফিসে যেতে হবে। সিদ্ধিরগঞ্জ ও বন্দরবাসীর মুন্সিগঞ্জ আঞ্চলিক পাসপোর্ট অফিসে যেতে হবে।

জেলা প্রশাসক বলেন, বিদেশে যাওয়ার জন্য মানুষ প্রতিনিয়ত পাসপোর্ট তৈরি করার চেষ্টা করছেন। প্রতিনিয়ত পাসপোর্ট নবায়ন করার ব্যবস্থা সরকার চালু করে দিয়েছে। এখন থেকে এই তিনটি জেলাতে নারায়ণগঞ্জের বাসিন্দারা পাসপোর্ট সেবা পাবেন।


আপনার মতামত লিখুন :

মন্তব্য বন্ধ আছে।


ফেসবুকে আমরা