January 15, 2025, 10:07 am

মুজিবনগরে ঘুমন্ত অবস্থায় যুবককে কুপিয়ে হত্যা

 

মেহেরপুর প্রতিনিধি

মেহেরপুরের মুজিবনগরে নিজ বাড়িতে ঘুমন্ত অবস্থায় আলম হোসেন (৪০) নামের এক যুবককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। গতকাল শুক্রবার রাতে উপজেলার তারানগর গ্রামে এই ঘটনা ঘটে। আলম ওই গ্রামের আকবত আলীর ছেলে।

মুজিবনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল আলম জানান, গতকাল রাতে নিজ বাড়িতে ঘুমিয়ে ছিলেন আলম হোসেন। রাতের কোনো একসময় দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে অজ্ঞাত কয়েকজন হানা দেয় তাঁর বাড়িতে। ঘরের দরজা ভেঙে তারা ভেতরে প্রবেশ করে। পরে ধারালো অস্ত্র দিয়ে আলমকে এলোপাতাড়ি কোপাতে থাকে। মাথাসহ শরীরের বিভিন্ন স্থানে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে মৃত্যু নিশ্চিত হওয়ার পরই ঘটনাস্থল ছেড়ে যায় দুর্বৃত্তরা। খবর পেয়ে রাতেই লাশ উদ্ধার করে পুলিশ।

ওসি সাইফুল আলম বলেন, ‘ময়নাতদন্তের জন্য লাশ মর্গে রাখা হয়েছে। থানায় মামলার প্রস্তুতি চলছে। তবে তাঁর সঙ্গে এলাকার কারও শত্রুতা আছে কি না তা ক্ষতিয়ে দেখা হচ্ছে। তবে তদন্ত চলছে। দ্রুত আসামিদের গ্রেপ্তার করে আইনের আওতায় আনা হবে।’

স্থানীয় লোকজন জানান, আলম এলাকার চিহ্নিত চোরাকারবারি। তাঁর বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ রয়েছে। চোরাকারবারির টাকা ভাগাভাগি অথবা অন্য কারণে তাঁকে হত্যা করা হতে পারে বলে তাঁদের ধারণা।


আপনার মতামত লিখুন :

মন্তব্য বন্ধ আছে।


ফেসবুকে আমরা