January 15, 2025, 5:30 am

মেঘনায় সংসার চালাতে দিশেহারা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে শহিদএবাদুল্লাহর পরিবার

 

বিপ্লব সিকদার।।

এবাদুল্লাহ পরিবার নিয়ে ভাড়া বাড়িতে থাকতেন ঢাকার শনির আখড়া। যোগ দেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে। গত ৫ জুলাই আন্দোলন চলাকালীন পুলিশের গুলিতে শহিদ হন এবাদুল্লাহ। শহিদ এবাদুল্লার গ্রামের বাড়ি কুমিল্লার মেঘনা উপজেলার চালিভাঙ্গা গ্রামে। একদিকে শোকে কাতর অন্যদিকে সংসারে অভাব। দৈন্যদশায় দিনাতিপাত করছে পরিবার টি। শহিদ এবাদুল্লার স্বজন (ভাই) আজিজুল হক আয়েজ বলেন পরিবার টি ভাই শহিদ হওয়ার পর অভাবের মধ্যে দিনাতিপাত করছে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের দায়িত্বশীল ব্যক্তি সহ সকলের সার্বিক সহযোগিতা চেয়েছেন ভাইয়ের পরিবার। আজিজুল ফেসবুকে জানান আন্দোলনে শহিদ ভাইটির পরিবারকে দেখতে এখনো কেউ খুঁজ নেয়নি। অনুরোধ করছি পরিবার টির খবর নেওয়ার জন্য।


আপনার মতামত লিখুন :

মন্তব্য বন্ধ আছে।


ফেসবুকে আমরা