July 7, 2025, 12:56 am
সর্বশেষ:
জল ঘোলায় রিজিক মেলায় যারা, তারা বিপথগামী, উত্তরণের পথ এখনই জরুরি মেঘনায় পতিত সরকারের পরেও রাজনৈতিক অস্থিরতায় সামাজিক বিপর্যয় বেড়েই চলছে আন্দোলনের আগুনে গড়া এক ছাত্রনেতা নাজমুল হাসান মেঘনায় নব্য মাদক সম্রাট : শেল্টারে মুখোশধারী নৌকার পক্ষে প্রচারণায় বিএনপি নেতার ভিডিও ভাইরাল : বিব্রত মেঘনা বিএনপি জুলাইয়ে গণতন্ত্রের ডাক, এখন কেন ‘মার্কা’ তান্ত্রিক পদ্ধতির খোঁজ? মেঘনায় মুক্তিযোদ্ধা কোটায় ভুয়া পরিচয়ে চাকরি? আইনের পথেই হোক সমাধান সন্ধিক্ষণে মেঘনা উপজেলার রাজনীতি — সংকট, সম্ভাবনা ও আগামী পথচলা বুদ্ধিবৃত্তিক ও সংস্কৃতির আন্দোলন ছাড়া সমাজের বিপর্যয় ঠেকানো সম্ভব নয়

মেঘনায় চাঁদাবাজি ও দুর্নীতি বন্ধ চায় বৈষম্যবিরোধী শিক্ষার্থীরা

 

মেঘনা প্রতিনিধি।।

মেঘনা উপজেলাকে চাঁদাবাজ ও দুর্নীতিমুক্ত

সমাজ গঠন, সংকটকালীন সময়ে জনগণের নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে এবং সব ধরনের অনিয়ম ও চাঁদাবাজি বন্ধের অংশ হিসেবে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা গত রবিবার সকাল সাড়ে ১০টা

সিএনজি, ব্যাটারিচালিত অটোরিকশা ও নৌপথে কাউকে চাঁদা না দিতে সব ধরনের পরিবহনের চালককে আহ্বান জানান। যদি কেউ চাঁদাবাজি করতে আসে তাহলে সবাই মিলে তাকে আটকে রেখে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীদের হাতে তুলে দেয়ার আহ্বান জানান। একই সঙ্গে এ উপজেলার যেসব এলাকায় মাদক বেচাকেনা হয় তা বন্ধে ও মাদক বিক্রেতাদের উচ্ছেদে আজ থেকেই অভিযান পরিচালনার ঘোষণা দিয়ে ছাত্র সমাজের এই সামাজিক সেবামূলক কাজে সহযোগিতা করতে স্থানীয় সর্বস্তরের মানুষের প্রতি আহ্বান জানান শিক্ষার্থীরা।শিক্ষার্থীদের এসব পদক্ষেপকে স্বাগত জানিয়ে সংহতি প্রকাশ করে সহযোগিতার আশ্বাস দেন স্থানীয় বাসিন্দারাও।দুপুরে শিক্ষার্থীরা উপজেলা পরিষদের অডিটোরিয়ামে উপজেলা নির্বাহী অফিসার রেনু দাসের সাথে মতবিনিময় করেন। এ সময় উপস্থিত ছিলেন উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট উম্মে হাবিবা, মহিলা ভাইস চেয়ারম্যান • দিলারা শিরিন, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. সেলিম প্রমুখ।

 


আপনার মতামত লিখুন :

মন্তব্য বন্ধ আছে।


ফেসবুকে আমরা