October 12, 2024, 1:55 pm
সর্বশেষ:
অর্থনীতি চাঙা করতে চীনের প্রণোদনা, ৩২৫ বিলিয়ন ডলারের বন্ড ছাড়ার ঘোষণা মেঘনায় যৌথ বাহিনীর অভিযানে যুবলীগের দুই নেতা অস্ত্রসহ গ্রেপ্তার মেঘনার বড়কান্দা:সন্ত্রাসীদের কবল থেকে যুবতীকে টহল পুলিশের উদ্ধার:থানায় শালিস, তিন পরিবারে চুরি এক পরিবারে জিম্মি মেঘনার সাবরেজিষ্ট্রি অফিস! সাবেক এমপি সোহরাব উদ্দিন গ্রেপ্তার পিএসসির নতুন চেয়ারম্যান ঢাবি শিক্ষক মোবাশ্বের মোনেম স্ত্রী-সন্তানসহ সাবেক স্বরাষ্ট্রমন্ত্রীর বিরুদ্ধে দুর্নীতির মামলা বিশ্ব ডাক দিবস উপলক্ষে স্মারক ডাকটিকিট ও উদ্বোধনী খাম অবমুক্ত নাফনদী থেকে অপহৃত ৫ জেলেকে ফেরত দিল আরকান আর্মি ৩ অতিরিক্ত আইজিপিকে বাধ্যতামূলক অবসর

আমাদের অনুমতি ছাড়া মানববন্ধন – সভা হবে না: অধ্যক্ষ সেলিম ভূঁইয়া

 

মেঘনা (কুমিল্লা) প্রতিনিধি।।

আমাদের অনুমতি ছাড়া কোনো মিছিল – সমাবেশ হবে না বলে দিয়েছেন বিএনপির কুমিল্লা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ সেলিম ভূঁইয়া । শুক্রবার (৬ সেপ্টেম্বর) সকালে উপজেলার আঞ্চলিক সডক কদমতলা এলাকায় রাস্তা সংস্কারের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এ সময় উপস্থিত ছিলেন কুমিল্লা উত্তর জেলা বিএনপির যুগ্ম আহবায়ক মুক্তিযোদ্ধা আব্বাস উদ্দিন, মেঘনা উপজেলা বিএনপি’র ভারপ্রাপ্ত আহ্বায়ক আব্দুল ওয়াদুদ মুন্সী, উপজেলা বিএনপির সদস্য সচিব আজহারুল হক শাহীন, উপজেলার বিএনপি’র যুগ্ম আহবায়ক শাহাবুদ্দিন, এডভোকেট হাতেম, আব্দুল মতিন, আব্দুল গাফফার,জহিরুল ইসলাম, সাবেক মেঘনা উপজেলা যুবদলের সভাপতি জালাল আহমেদ, মেঘনা উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আব্দুল হান্নান,স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আকিল মাহমুদ,উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক আতাউর রহমান লোদী,উপজেলা যুবদল নেতা মাসরুল হক, ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক কেফায়েত উল্লাহ সহ অন্যরা। সেলিম ভুইয়া আরও বলেন মেঘনায় আরও আওয়ামিলীগ নেতাকর্মী আছে যারা বিগত দিনগুলোতে কোনো অপরাধে জড়িত ছিল না তাদেরকে ডিস্টার্ব করা যাবে না। তাদেরকে ডিস্টার্ব করলে তারা কোথায় যাবে? আমরাও যদি এমন করি তাহলে তো তাদের মতই হয়ে গেলাম।


আপনার মতামত লিখুন :

মন্তব্য বন্ধ আছে।


ফেসবুকে আমরা