• শনিবার, ১৩ ডিসেম্বর ২০২৫, ০১:২৭ পূর্বাহ্ন
  • [gtranslate]
সর্বশেষ
অটোরিকশা ছিনতাইকে কেন্দ্র করে শান্ত দাস নিহত হয়েছে প্রাথমিক ধারণা পুলিশের কুমিল্লা–১: বিএনপি নেতাকর্মীদের আচরণবিধি মেনে চলার আহবান কঠোর নির্বাচনী আচরণবিধি জারি করল নির্বাচন কমিশন আধার রাতে হোমনায় ভুট্টা খেতে অজ্ঞাত যুবকের গলাকাটা লাশ ৩০০ আসনের নতুন সীমানায় কুমিল্লার আসন অপরিবর্তিত ঢাকা -৫ আসনে বিএনপির নির্বাচন পরিচালনা কমিটিতে উপদেষ্টা হলেন ড. মাহবুবুর রহমান মোল্লা নির্বাচন ও গণভোট পরিচালনায় ৬৯ রিটার্নিং কর্মকর্তা নিয়োগ কুমিল্লার ১১ আসনে রিটার্নিং কর্মকর্তা নিয়োগ, দায়িত্ব বণ্টন সম্পন্ন একইদিনে ভোট-গণভোটের তফসিল ঘোষণা ড.খন্দকার মোশাররফের উন্নয়নেই বদলে যায় দাউদকান্দি-মেঘনা -তিতাস

‘আমাদের একসাথে মাটি দিয়েন’

নিজস্ব সংবাদ দাতা / ১২৮ বার দেখা হয়েছে
প্রকাশের সময় : মঙ্গলবার, ১ অক্টোবর, ২০২৪

সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি।।

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থেকে এক নারী ও পুরুষের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এদের মধ্যে নারীর ওড়নায় প্যাঁচানো অবস্থায় পাওয়া গেছে এক চিরকুট। তাতে লেখা, ‘আসসালামু আলাইকুম। আপনাদের সমাজের সবার কাছে (অনুরোধ) আমাদের দুজনকে একসাথে মাটি দিয়েন’। গত রোববার রাত সাড়ে নয়টার দিকে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ২ নম্বর ওয়ার্ডের দশ পাইপ এলাকার একটি বালুর মাঠ থেকে মরদেহ দুটি উদ্ধার করা হয়।

মৃত পুরুষটির পরিচয় জানা গেলেও নারীর পরিচয় এখনো জানা যায়নি। নিহত যুবকের নাম শফিকুল ইসলাম (২৮)। তিনি সিদ্ধিরগঞ্জের মিজমিজি পশ্চিমপাড়া এলাকার মনির হোসেনের ছেলে। অন্যদিকে অজ্ঞাতপরিচয় তরুণীর পড়নে ছিল গোলাপি রঙের সালোয়ার ও লাল রঙের কামিজ।

বিষয়টি নিশ্চিত করেছেন সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আল মামুন।

স্থানীয় বাসিন্দারা জানান, মিজমিজি ডাম্পিং সংলগ্ন এলাকাটি বিনোদন স্পট হিসেবে পরিচিত। তাই স্থানটি সব সময় জমজমাট থাকেন। অস্থায়ী এই পার্ক এরিয়ায় স্থায়ী ও ভাসমান বিভিন্ন রেস্টুরেন্টেসহ প্রায় দেড় শ দোকান রয়েছে। আজ ঘুরতে আসা দর্শনার্থীরা হাঁটাচলা করার সময়ে তাদের দৃষ্টি পরে বালুর মাঠে পড়ে থাকা মরদেহদুটির দিকে। পরে তারা পুলিশকে ফোন করেন।

সিদ্ধিরগঞ্জ থানার ওসি আল মামুন বলেন, সোমবার রাতে সদর উপজেলার সিদ্ধিরগঞ্জের দশপাইপ এলাকায় সড়কের পাশে নারী-পুরুষের মরদেহ দেখতে পেয়ে স্থানীয় লোকজন পুলিশে খবর দেয়। পুলিশ গিয়ে নিহতদের মরদেহ উদ্ধার করে। ফিংগার প্রিন্টের মাধ্যমে পুরুষের পরিচয় জানা গেছে। নারীর পরিচয় জানার চেষ্টা চলছে।

তিনি আরও বলেন, ‘ওই নারীর ওড়নায় একটি চিরকুট প্যাঁচানো ছিল। সেখানে লেখা ছিল, “আসসালামু আলাইকুম। আপনাদের সমাজের সবার কাছে (অনুরোধ) আমাদের দুজনকে একসাথে মাটি দিয়েন”। মরদেহের পাশের একটি কীটনাশকের বোতল পাওয়া গেছে। তাদের মুখ থেকে বিশের গন্ধ পাওয়া গেছে। এটা কী আত্মহত্যা নাকি হত্যা তা ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়া গেলে মৃত্যুর বিষয়টি নিশ্চিত হওয়া যাবে। লাশ দুটো ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ ভিক্টোরিয়া জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।


আপনার মতামত লিখুন :

মন্তব্য বন্ধ আছে।

এই জাতীয় আরো খবর দেখুন