May 21, 2025, 1:13 pm
সর্বশেষ:
৭ মাস বাসায় আটকে রেখে ধর্ষণ অভিযোগে সংগীতশিল্পী নোবেল গ্রেপ্তার বাংলাদেশ সেক্রেটারিয়েট জার্নালিস্ট অ্যাসোসিয়েশন’র কমিটি পুনর্গঠন: সভাপতি রিয়াজ, সম্পাদক নিজাম এখন আমরা বাঘের মুখে পড়েছি: মির্জা আব্বাস ব্রিটিশ হাইকমিশনারের সাক্ষাৎ :কমিশনের সুপারিশে গণমাধ্যমে বেশ কিছু সংস্কার উদ্যোগ: তথ্য উপদেষ্টা মেঘনায় ৩ প্রতিষ্ঠানকে ভ্রাম্যমাণ আদালতের জরিমানা গজারিয়ায় শীর্ষ সন্ত্রাসী সৈকত গ্রেফতার কালুরঘাট সেতুর ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন প্রধান উপদেষ্টা ইশরাককে মেয়র পদে বসাতে ২৪ ঘণ্টার আল্টিমেটাম একটি বিশেষ পথচলার নাম অটিজম নির্বাচন পুরোপুরি বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয় : প্রেস সচিব

স্টেশন পরিচ্ছন্ন রাখতে সহযোগিতা চাইলেন পশ্চিমাঞ্চল রেলওয়ের জিএম

 

স্টেশনগুলো পরিচ্ছন্ন রাখতে যাত্রীসহ সংশ্লিষ্ট সবার সহযোগিতা চেয়েছেন পশ্চিমাঞ্চল রেলওয়ের মহাব্যবস্থাপক (জিএম) মামুনুল ইসলাম। আজ বুধবার সকালে রাজশাহী রেলওয়ে স্টেশনের সচেতনতা বৃদ্ধি ও পরিচ্ছন্নতা অভিযান কার্যক্রমের উদ্বোধন শেষে তিনি সবার প্রতি এ আহ্বান জানান।

 

 

তিনি বলেন, রাজশাহী রেলওয়ে স্টেশন পশ্চিমাঞ্চলের একটি মডেল স্টেশন। স্টেশনটিকে সার্বক্ষণিক পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে হবে। এ জন্য সবার সহযোগিতা প্রয়োজন। তিনি যত্রতত্র ময়লা-আবর্জনা না ফেলে নির্দিষ্ট স্থানে ফেলার জন্য সবার প্রতি অনুরোধ জানান।

 

 

এ সময় পশ্চিমাঞ্চল রেলওয়ের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। উদ্বোধনের পর ১৫ জন পরিচ্ছন্নতা কর্মী পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযানে অংশগ্রহণ করেন। এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে বলে রেল কর্মকর্তারা জানিয়েছেন।


আপনার মতামত লিখুন :

মন্তব্য বন্ধ আছে।


ফেসবুকে আমরা