• রবিবার, ১৮ জানুয়ারী ২০২৬, ০৩:১৩ অপরাহ্ন
  • [gtranslate]
সর্বশেষ
তারেক রহমানের সঙ্গে ১২ দলীয় জোটের নেতাদের বৈঠক স্বামীর বাড়িতে চিরনিদ্রায় শায়িত ইউএনও ফেরদৌস আরা গণভোটে ‘হ্যাঁ’-এর পক্ষে বিএনপি: নজরুল ইসলাম খান গণতন্ত্র ও দেশপ্রেমে আপসহীন ছিলেন বেগম খালেদা জিয়া: ড.মোশাররফ  বাংলাদেশ পুলিশ নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষ নিশ্চিত করবে মেঘনা উপজেলা বিএনপির উপদেষ্টা পরিষদ: অনুমোদন আছে, কার্যকারিতা নেই সরকার আমলাতন্ত্রের কাছে আত্মসমর্পণ করেছে: টিআইবি নির্বাচনে সাড়ে ৫ লাখ আনসার সদস্য দায়িত্ব পালন করবেন: স্বরাষ্ট্র উপদেষ্টা জাতীয় নির্বাচন ঘিরে সারাদেশে রাজনীতির উত্তাপ বাড়লেও মেঘনায় চলছে স্থানীয় আধিপত্যের লড়াই গোবিন্দপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শনে ইউআরসি ইনস্ট্রাক্টর

মেঘনায় টিসিবির পন্য ক্রয় করতে এসে পদদলিত হয়ে বাড়ি ফিরলেন নারী

নিজস্ব সংবাদ দাতা / ২২৯ বার দেখা হয়েছে
প্রকাশের সময় : শুক্রবার, ১৮ অক্টোবর, ২০২৪

 

মেঘনা প্রতিনিধি।।

কুমিল্লার মেঘনা উপজেলায় টিসিবির (ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ) পন্য ক্রয় করতে এসে পদদলিত হয়ে বাড়ি ফিরলেন নারী। গতকাল বৃহস্পতিবার উপজেলার গোবিন্দ ইউনিয়নের চর পাথালিয়া মোড়(ওয়াল্টন মোর) এলাকায় এ ঘটনা ঘটেছে। পদদলিতে আহত নারী একই ইউনিয়নের দড়িকান্দি এলাকার। তিনি স্থানীয় চিকিৎসাকেন্দ্রে প্রাথমিক চিকিৎসা নেন। খুঁজ নিয়ে জানা যায় টিসিবির ডিলারের গ্রাম চরপাথালিয়া হওয়ায়। তিনি চরপাথালিয়া মোড়ে টিসিবির পন্য বিক্রি করেন আশপাশের প্রায় তিন কিমি এলাকার বাসিন্দারা পন্য ক্রয় করতে আসে। বিশৃঙ্খলা পরিবেশ, ধীরে গতিতে মালামাল প্রদান করায় বিশাল লম্বা লাইন সবসময় লেগেই থাকে। তাছাড়া ডিলারের নিজ গ্রামের বাসিন্দারা একবারের জায়গায় অনিয়ম করে বারবার নেওয়ার ফলে অতিরিক্ত গরম, দীর্ঘ লাইনে দাড়িয়ে থাকতে না পেরে অনেকেই মাল না নিয়ে চলে যেতে হয়। বৃহস্পতিবার চরপাথালিয়া গ্রামের এক বাসিন্দা (নাম জানা যায়নি তবে স্থানীয়রা চিনে)পন্য নিয়ে লাইনে থাকা উপচে পড়া ভিড় বিশৃঙ্খল লাইনে দাড়িয়ে থাকা নারী পুরুষের উপর দিয়ে জোরপূর্বক হেটে যাওয়ায় লাইনে থাকা একাধিক নারী পুরুষ আহত হয়। আহত নারীর ছেলে শাহাবুদ্দিন জানান আমার মা অনেক আহত হয় সেখানে আমার দুলাভাইর বাড়ি হট্ট্রগোল শুনে কাছে এসে দেখে তিনি আমার মাকে উদ্ধার করে বাড়িতে খবর দেয়। এ বিষয়ে দড়িকান্দি গ্রামের গণ্যমান্য ব্যক্তিবর্গ চরপাথালিয়া গ্রামে বিচার চাইতে গেলে তাদেরকে পাত্তা না দিয়ে যার যার ভাবে গ্রামের বাসিন্দারা চলে যায়। চরপাথালিয়া গ্রামের এক বাসিন্দা নাম প্রকাশে অনিচ্ছুক শর্তে বলেন যিনি ডিলার বা তদারকি করে তিনি আওয়ামী লীগের নেতা, কতিপয় বিএনপির নেতাদের সাথে সখ্যতা গড়ে স্বেচ্ছাচারিতায় মাল বিতরণ করেন এবং গড়িব মানুষ দূর দূরান্ত থেকে এসে মাল না পেয়ে চলে যায় সবসময় নিজের লোক দিয়ে লাইনে দাড় করিয়ে কৃত্রিম বিশৃঙ্খলা সৃষ্টি রাখে আর কেউ কিছু জানতে চাইলে দুর্ব্যবহার করে পরবর্তীতে লুকিয়ে ভিন্ন জায়গায় মাল বিক্রি করে। মাল না পাওয়া এক ব্যক্তি পরিচয় গোপন রাখার শর্তে বলেন এই ডিলার সবসময় এখানে মালামাল বিক্রির নামে সাধারণ মানুষকে ভোগান্তি করে এবং সরকারের বদনাম করছে। তিনি আরও বলেন ইতিমধ্যে হাটে বাজারে, পাড়া মহল্লায় সমালোচনার ঝর বইছে। সুশৃঙ্খল ভাবে বাজার কেন্দ্রিক প্রসস্থ মাঠে,  সরকারের বদনাম রোধে প্রশাসনের নিকট তদন্ত স্বাপেক্ষে ব্যবস্থা গ্রহণ করার দাবি  করেছেন স্থানীয়রা।


আপনার মতামত লিখুন :

মন্তব্য বন্ধ আছে।

এই জাতীয় আরো খবর দেখুন