May 21, 2025, 12:36 pm
সর্বশেষ:
৭ মাস বাসায় আটকে রেখে ধর্ষণ অভিযোগে সংগীতশিল্পী নোবেল গ্রেপ্তার বাংলাদেশ সেক্রেটারিয়েট জার্নালিস্ট অ্যাসোসিয়েশন’র কমিটি পুনর্গঠন: সভাপতি রিয়াজ, সম্পাদক নিজাম এখন আমরা বাঘের মুখে পড়েছি: মির্জা আব্বাস ব্রিটিশ হাইকমিশনারের সাক্ষাৎ :কমিশনের সুপারিশে গণমাধ্যমে বেশ কিছু সংস্কার উদ্যোগ: তথ্য উপদেষ্টা মেঘনায় ৩ প্রতিষ্ঠানকে ভ্রাম্যমাণ আদালতের জরিমানা গজারিয়ায় শীর্ষ সন্ত্রাসী সৈকত গ্রেফতার কালুরঘাট সেতুর ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন প্রধান উপদেষ্টা ইশরাককে মেয়র পদে বসাতে ২৪ ঘণ্টার আল্টিমেটাম একটি বিশেষ পথচলার নাম অটিজম নির্বাচন পুরোপুরি বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয় : প্রেস সচিব

মেঘনায় টিসিবির পন্য ক্রয় করতে এসে পদদলিত হয়ে বাড়ি ফিরলেন নারী

 

মেঘনা প্রতিনিধি।।

কুমিল্লার মেঘনা উপজেলায় টিসিবির (ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ) পন্য ক্রয় করতে এসে পদদলিত হয়ে বাড়ি ফিরলেন নারী। গতকাল বৃহস্পতিবার উপজেলার গোবিন্দ ইউনিয়নের চর পাথালিয়া মোড়(ওয়াল্টন মোর) এলাকায় এ ঘটনা ঘটেছে। পদদলিতে আহত নারী একই ইউনিয়নের দড়িকান্দি এলাকার। তিনি স্থানীয় চিকিৎসাকেন্দ্রে প্রাথমিক চিকিৎসা নেন। খুঁজ নিয়ে জানা যায় টিসিবির ডিলারের গ্রাম চরপাথালিয়া হওয়ায়। তিনি চরপাথালিয়া মোড়ে টিসিবির পন্য বিক্রি করেন আশপাশের প্রায় তিন কিমি এলাকার বাসিন্দারা পন্য ক্রয় করতে আসে। বিশৃঙ্খলা পরিবেশ, ধীরে গতিতে মালামাল প্রদান করায় বিশাল লম্বা লাইন সবসময় লেগেই থাকে। তাছাড়া ডিলারের নিজ গ্রামের বাসিন্দারা একবারের জায়গায় অনিয়ম করে বারবার নেওয়ার ফলে অতিরিক্ত গরম, দীর্ঘ লাইনে দাড়িয়ে থাকতে না পেরে অনেকেই মাল না নিয়ে চলে যেতে হয়। বৃহস্পতিবার চরপাথালিয়া গ্রামের এক বাসিন্দা (নাম জানা যায়নি তবে স্থানীয়রা চিনে)পন্য নিয়ে লাইনে থাকা উপচে পড়া ভিড় বিশৃঙ্খল লাইনে দাড়িয়ে থাকা নারী পুরুষের উপর দিয়ে জোরপূর্বক হেটে যাওয়ায় লাইনে থাকা একাধিক নারী পুরুষ আহত হয়। আহত নারীর ছেলে শাহাবুদ্দিন জানান আমার মা অনেক আহত হয় সেখানে আমার দুলাভাইর বাড়ি হট্ট্রগোল শুনে কাছে এসে দেখে তিনি আমার মাকে উদ্ধার করে বাড়িতে খবর দেয়। এ বিষয়ে দড়িকান্দি গ্রামের গণ্যমান্য ব্যক্তিবর্গ চরপাথালিয়া গ্রামে বিচার চাইতে গেলে তাদেরকে পাত্তা না দিয়ে যার যার ভাবে গ্রামের বাসিন্দারা চলে যায়। চরপাথালিয়া গ্রামের এক বাসিন্দা নাম প্রকাশে অনিচ্ছুক শর্তে বলেন যিনি ডিলার বা তদারকি করে তিনি আওয়ামী লীগের নেতা, কতিপয় বিএনপির নেতাদের সাথে সখ্যতা গড়ে স্বেচ্ছাচারিতায় মাল বিতরণ করেন এবং গড়িব মানুষ দূর দূরান্ত থেকে এসে মাল না পেয়ে চলে যায় সবসময় নিজের লোক দিয়ে লাইনে দাড় করিয়ে কৃত্রিম বিশৃঙ্খলা সৃষ্টি রাখে আর কেউ কিছু জানতে চাইলে দুর্ব্যবহার করে পরবর্তীতে লুকিয়ে ভিন্ন জায়গায় মাল বিক্রি করে। মাল না পাওয়া এক ব্যক্তি পরিচয় গোপন রাখার শর্তে বলেন এই ডিলার সবসময় এখানে মালামাল বিক্রির নামে সাধারণ মানুষকে ভোগান্তি করে এবং সরকারের বদনাম করছে। তিনি আরও বলেন ইতিমধ্যে হাটে বাজারে, পাড়া মহল্লায় সমালোচনার ঝর বইছে। সুশৃঙ্খল ভাবে বাজার কেন্দ্রিক প্রসস্থ মাঠে,  সরকারের বদনাম রোধে প্রশাসনের নিকট তদন্ত স্বাপেক্ষে ব্যবস্থা গ্রহণ করার দাবি  করেছেন স্থানীয়রা।


আপনার মতামত লিখুন :

মন্তব্য বন্ধ আছে।


ফেসবুকে আমরা