• বৃহস্পতিবার, ০৮ জানুয়ারী ২০২৬, ০৮:৪০ অপরাহ্ন
  • [gtranslate]
সর্বশেষ
ফরম–‘ক’ অনুযায়ী বৃক্ষ কর্তনের অনুমতির আবেদন বাধ্যতামূলক বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের টানা উত্তরাঞ্চল সফর শুরু ১১ জানুয়ারি কৃষিজমির উপরি-স্তর কাটলে জেল-জরিমানা ঘুষের ১ লাখ ২০ হাজার টাকাসহ প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আটক মেঘনার সন্তান, কেন্দ্রে তাঁর রাজনীতি পঞ্চগড়ে সোলার স্ট্রিট লাইট প্রকল্পে অনিয়মের অভিযোগে দুদকের অভিযান কর প্রশাসনে ডিজিটাল রূপান্তর বিষয়ে বিসিএস একাডেমিতে ক্লাস নষ্ট উপজেলা মেঘনা : নষ্টালজিক উন্নয়ন আর হারিয়ে যাওয়া মানুষের গল্প মেঘনায় সড়কহীন দড়িকান্দি দক্ষিণ পাড়া: পাঁচ দশকের অবহেলা বাংলাদেশ ওয়াদোকাই কারাতে দো এ্যাশোসিয়েশনের উদ্যোগে কোচেস ট্রেনিং ও সেমিনার অনুষ্ঠিত

মেঘনায় সড়ক বেহাল

নিজস্ব সংবাদ দাতা / ১৬১ বার দেখা হয়েছে
প্রকাশের সময় : সোমবার, ২১ অক্টোবর, ২০২৪
oplus_2

 

মেঘনা প্রতিনিধি।।

কুমিল্লার মেঘনা উপজেলার আঞ্চলিক সড়ক ৮০ মিটার ব্রিজ সংযোগ থেকে দৌলত হোসেন সরকারি হাইস্কুল পর্যন্ত ইটের সলিং সড়কটি ভেঙ্গে বেহাল হয়ে পরেছে। উপজেলার গোবিন্দ পুর ইউনিয়নের রামনগর, মহেশখোলা,জয়নগর, চরপাথালিয়া, দড়িকান্দি, সেননগর, দক্ষিনকান্দি, আলীপুর, হিজলতলী সহ বিভিন্ন এলাকার প্রায় ১০ হাজার জনগোষ্ঠীর বাসিন্দারা উপজেলা সদরে, সেননগর বাজারে নিত্যনৈমিত্তিক কাজে মাঝামাঝি সড়ক হওয়ায় দ্রুত যাতায়াত করতে সড়কটি অতি গুরুত্বপূর্ণ হয়ে উঠেছিল। অন্যদিকে বিদ্যালয়ে শিক্ষার্থীরা আসাযাওয়া করতে সুবিধা হত। সড়কটি দিয়ে হালকা যানবাহনের পাশাপাশি ভারি যানবাহন ও চলাচল করতো। বর্তমানে সড়কটিতে খানাখন্দভরায় যানবাহন চলাচল অনুপযোগী হয়ে পরেছে।

oplus_2

দশম শ্রেণির শিক্ষার্থী বলেন আমি তিন কিমি দূর থেকে বিদ্যালয়ে আসি আগে অটো দিয়ে আসতাম এখন বড় সড়ক থেকে হেটে আসি খুব কষ্ট হয়। মহেশ খোলা এলাকার মোস্তফা বলেন এই সড়ক দিয়ে প্রতিদিন পাথালে উপজেলায় ঢাকা যাতায়াত করতে সহজ ছিল ভেঙে পরায় সলিং সড়কটিতে যানবাহন চলাচল অনুপযোগী হয়ে পরেছে এতে ভোগান্তি তৈরি হয়েছে। দড়িকান্দি এলাকার রবিউল এই প্রতিবেদককে বলেন এই সড়ক দিয়ে তারাতাড়ি উপজেলা, ঢাকা যেতে পারতাম এখন আবার ঘুরে যেতে হয়।
এ বিষয়ে উপজেলা প্রকৌশলী মোসা: সাবরীন মাহফুজ বলেন সড়কটিকে টেকসই উন্নয়ন করতে হবে, এখানে বেলে মাটি হওয়ায় সাময়িক অল্প কিছু দু এক লাখ টাকা ব্যায় করলে বৃষ্টি আসলেই ভেঙে যাবে তাই আমরা প্রস্তাবনা তৈরি করে ঊর্ধ্বতন দপ্তরে পাঠানোর কাজ প্রক্রিয়াধীন।


আপনার মতামত লিখুন :

মন্তব্য বন্ধ আছে।

এই জাতীয় আরো খবর দেখুন