• শনিবার, ২২ নভেম্বর ২০২৫, ০৭:৫৯ পূর্বাহ্ন
  • [gtranslate]
সর্বশেষ
দিপুর শরীরের রক্ত ঝরেনি, যুবদলের রক্ত ঝরেছে মেঘনায় যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে প্রধান অতিথি  থাকছেন ড. খন্দকার মারুফ হোসেন নির্বাচন কীভাবে হবে তা রাজনৈতিক নেতারা ঠিক করবেন: প্রধান উপদেষ্টা যুবসমাজকে খেলাধুলার মাধ্যমে ঐক্যবদ্ধ রাখার আহ্বান ড. খন্দকার মারুফ হোসেনের বিগত বছরের তুলনায় মেঘনায় এইচএসসি ফলাফলে ইতিবাচক অগ্রগতি মেঘনায় অধরাই রয়ে গেল মাদকের সম্রাটরা এইচএসসির উদ্বেগজনক ফলাফলের জন্য ফ্যাসিস্ট সরকারের ব্যর্থ শিক্ষানীতিই দায়ী : ড.খন্দকার মারুফ হোসেন মেঘনায় পানিতে ডুবে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু মেঘনার জলারপার নোয়াগাঁওয়ে গ্রামবাসীর উদ্যোগে ভোটকেন্দ্রে নতুন কক্ষ নির্মাণ হয় পদ দিন; নয়তো টাকা ফেরত দিন

মেঘনায় মাদক, সন্ত্রাস ও চাঁদাবাজির বিরুদ্ধে বিক্ষোভ মিছিল ও সমাবেশ

নিজস্ব সংবাদ দাতা / ১১১ বার দেখা হয়েছে
প্রকাশের সময় : শনিবার, ২ নভেম্বর, ২০২৪

 

মেঘনা (কুমিল্লা) প্রতিনিধি।।

মাদক, সন্ত্রাস ও চাঁদাবাজির বিরুদ্ধে উত্তাল হলো কুমিল্লার মেঘনা উপজেলার দড়ি লুটেরচর এলাকা। শুক্রবার বিকাল ৩টার দিকে “বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন” এর উদ্যোগে স্থানীয় ব্রিজ সংলগ্ন এলাকায় এক বিশাল বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়।

এই কর্মসূচিতে অংশ নেন বিভিন্ন এলাকার শিক্ষার্থীরা। উপস্থিত শিক্ষার্থী নেতৃত্বাধীন বক্তারা সমাজে মাদক, সন্ত্রাস ও চাঁদাবাজির প্রভাব নিয়ে বলেন, তরুণ সমাজকে সঠিক পথে পরিচালিত করতে হলে মাদক ও সন্ত্রাস নির্মূল করা প্রয়োজন। চাঁদাবাজির বিরুদ্ধে ব্যবস্থা না নিলে সাধারণ জনগণ ক্ষতিগ্রস্ত হবে এবং সমাজে নেতিবাচক প্রভাব পড়বে। তাঁরা আরও বলেন, এই সমস্যাগুলো দূর করতে প্রশাসনের পাশাপাশি জনগণকেও ঐক্যবদ্ধ হতে হবে।

তারা আহ্বান জানান, প্রশাসন যেন কঠোর পদক্ষেপ গ্রহণ করে এবং এসব অপরাধের বিরুদ্ধে কার্যকর ভূমিকা পালন করে।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সক্রিয় শিক্ষার্থীরা জানান, মাদক ও সন্ত্রাসের মতো সামাজিক ক্যান্সারের বিরুদ্ধে তাদের এই আন্দোলন অব্যাহত থাকবে।

 


আপনার মতামত লিখুন :

মন্তব্য বন্ধ আছে।

এই জাতীয় আরো খবর দেখুন