• বৃহস্পতিবার, ২২ জানুয়ারী ২০২৬, ০৩:৫২ পূর্বাহ্ন
  • [gtranslate]
সর্বশেষ
মেঘনায় কুমিল্লা–১ আসনের ১০ দলীয় জোট প্রার্থীর সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় তারুণ্যের শক্তি অপশক্তির কাছে জিম্মি হতে চলছে ছাত্র রাজনীতি অর্থের উৎস ও নৈতিক সংকট মেহমানের মর্যাদা ও আমাদের সামাজিক দায়িত্ব দুদকের তিন অভিযানে পৌরসভা প্রকৌশল ও প্রশিক্ষণ প্রকল্পে বড় দুর্নীতি কুমিল্লায় নবপদোন্নত এএসআইদের র‍্যাংক ব্যাজ পরানো হয় মেঘনায় সংসদীয় আসন বহাল থাকায় বিএনপির আনন্দ মিছিল কুমিল্লায় জাতীয় সংসদ নির্বাচন ঘিরে আচরণবিধি সভা আগামীকাল স্বরাষ্ট্র উপদেষ্টা পরিচয়ে ডিসিকে হোয়াটসঅ্যাপে বিভ্রান্তিকর তথ্য: প্রতারক গ্রেফতার মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের নাম পরিবর্তন

ঈশ্বরদীর পাকশীতে এক ব্যক্তিকে গুলি করে হত্যা

নিজস্ব সংবাদ দাতা / ১৩৬ বার দেখা হয়েছে
প্রকাশের সময় : সোমবার, ১৮ নভেম্বর, ২০২৪

 

ঈশ্বরদী (পাবনা) সংবাদদাতা।।

পাবনার ঈশ্বরদীর পাকশীতে মানিক হোসেন (৪০) নামে এক ব্যক্তিকে গুলি করে হত্যা করা হয়েছে। আজ সোমবার সকাল সাড়ে আটটার দিকে উপজেলার পাকশী ইউনিয়নের রূপপুর মোড়ে এ ঘটনা ঘটে। খুনের বিষয়টি নিশ্চিত করেছেন ইশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহীদুল ইসলাম।

নিহত ব্যক্তির নাম মানিক হোসেন (৪০)। তিনি রূপপুর এলাকার বাসিন্দা ইউনুস আলীর ছেলে।

ঘটনার প্রত্যক্ষদর্শী নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় এক বাসিন্দা জানান, আজ সকাল আনুমানিক সাড়ে আটটার দিকে মানিক রূপপুর মোড়ে প্রিমিয়ার ব্যাংকের কাছে তার বসতবাড়ির সামনে দাঁড়িয়েছিলেন। এ সময় ৮-১০ জন যুবক পায়ে হেঁটে এসে তার ওপর হামলা চালায়। মানিক দৌড়ে তার বাড়ির পেছনে গেলে সেখানেই একাধিক গুলি চালিয়ে তাকে খুন করে পালিয়ে যায়। খবর পেয়ে পুলিশ আসে।

রূপপুর পুলিশ ফাঁড়ির ইনচার্জ নয়ন সাহা বলেন, ঘটনার পরপরই এলাকায় এসে তদন্ত ও মরদেহ উদ্ধারের কাজ শুরু করেছি। খোঁজখবর নেওয়া হচ্ছে। বিস্তারিত তথ্য পরে জানাচ্ছি।

ইশ্বরদী থানার ওসি শহীদুল ইসলাম বলেন, নিহত মানিক হোসেনের বিরুদ্ধে ছাত্রলীগ কর্মী হত্যাসহ একাধিক মামলা রয়েছে। এ মামলায় জামিন পেয়ে বের হয়ে এসেছিল।


আপনার মতামত লিখুন :

মন্তব্য বন্ধ আছে।

এই জাতীয় আরো খবর দেখুন