মেঘনা প্রতিনিধি।।
কুমিল্লার মেঘনা উপজেলায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল করেছে। ২৮ সেপ্টেম্বর (বৃহস্প্রতিবার) উপজেলার দিদার মোড় থেকে বি আর টিসি মোড় এলাকা পর্যন্ত এ বিক্ষোভ করেছেন। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতা নাদিমুজ্জামান বলেন সাম্প্রতিক সময়ে বাংলাদেশের বিভিন্ন স্থানে সংগঠিত অনাকাঙ্ক্ষিত ঘটনা, সন্ত্রাসী কর্মকান্ড ও সামাজিক যোগাযোগ মাধ্যমে উষ্কানি দাতাদের বিরুদ্ধে মেঘনার সর্ব স্তরের জনগন এ বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশের আয়োজন করেছে।