December 11, 2024, 3:49 pm
সর্বশেষ:
গাছে ফেস্টুন লাগানোর দায়ে ডায়াগনস্টিক সেন্টারকে জরিমানা: ২৪ ঘন্টায় সকল ফেস্টুন সরানোর নির্দেশ বিগত ১৫ বছরে ভারতের সাথে যত চুক্তি হয়েছে তা বাতিল করতে হবে : অধ্যক্ষ সেলিম ভুইয়া মেঘনায় জনাকীর্ণ সেতু নির্মাণের আশায় দেড় যুগ! মেঘনায় যৌথ বাহিনীর অভিযানে ৬৪কেজি গাজাসহ ২৫৮ পিস ইয়াবা বড়ি উদ্ধার, গ্রেপ্তার ৫ মেঘনায় কোরআন অবমাননার অভিযোগে যুবক আটক মেঘনা নদীতে চাঁদাবাজির সময় গ্রেপ্তার ৩ রাজনৈতিক বিভেদ ভুলে ঐক্যবদ্ধ হই, সূচনা করি নতুন অধ্যায়ের: তারেক রহমান মেঘনা উপজেলা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বিক্ষোভ নির্বাচনের রোডম্যাপ দিলে জনগণ আশ্বস্ত হবে: খন্দকার মোশাররফ কমিটি গঠন নিয়ে বৈষম্যবিরোধী ছাত্রদের সংঘর্ষ

গাছে ফেস্টুন লাগানোর দায়ে ডায়াগনস্টিক সেন্টারকে জরিমানা: ২৪ ঘন্টায় সকল ফেস্টুন সরানোর নির্দেশ

মেঘনা প্রতিনিধি।।

কুমিল্লার মেঘনা উপজেলায় গাছে পেরেক ঠুকে ফেস্টুন লাগানোর দায়ে ‘মেঘনা লাইফ কেয়ার ডায়াগনস্টিক সেন্টারকে ৫ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। এবং আগামী ২৪ ঘন্টার মধ্যে উপজেলার সকল স্থানে গাছে লাগানো ফেস্টুন সরানোর নির্দেশ প্রদান করেছেন।

বুধবার (১১ ডিসেম্বর) বিকেলে উপজেলার টিএন্ডটি মোড় এলাকায় এ অভিযান পরিচালনা করেছেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট উম্মে মুসলিমা।

ভ্রাম্যমাণ আদালতের অভিযানের সময় নির্বাহী ম্যাজিস্ট্রেট উম্মে মুসলিমা বলেন,
অভিযানে “দেয়াল লিখন ও পোস্টার লাগানো (নিয়ন্ত্রণ) আইন, ২০১২” এর ৬ (২) ধারায় এ জরিমানা করা হয়।
পরিবেশ রক্ষা ও গাছকে বাঁচাতে সবাইকে সচেতন হতে হবে। আমরা প্রথমবারের মতো সবাইকে সতর্ক করছি। যারা গাছে ব্যানার-ফেস্টুন লাগিয়েছেন, তাদের ২৪ ঘণ্টার মধ্যে সেগুলো সরিয়ে ফেলার নির্দেশ দেওয়া হয়েছে। যদি কেউ নির্দেশ অমান্য করে, তাহলে আইনি ব্যবস্থা নেওয়া হবে। তাছাড়া গাছ আমাদের পরিবেশের অন্যতম গুরুত্বপূর্ণ অংশ। অথচ আমরা নিজেদের স্বার্থে সেই গাছের ক্ষতি করছি। পরিবেশ রক্ষা ও সবুজায়ন নিশ্চিত করতে আমরা নিয়মিত অভিযান চালাব। অন্যদিকে মেঘনা লাইফ কেয়ার ডায়াগনস্টিক সেন্টারের জেনারেল ম্যানেজার আবু রায়হান বলেন আমরা আইনের প্রতি শ্রদ্ধাশীল, তবে একটা অনুরোধ থাকবে আইন প্রয়োগে যেন কোন বৈষম্য না হয়।

মো.মাহমুদুল হাসান বিপ্লব সিকদার, মেঘনা প্রতিনিধি -০১৮১৪৯০৯০৮৫


আপনার মতামত লিখুন :

মন্তব্য বন্ধ আছে।


ফেসবুকে আমরা