April 4, 2025, 10:34 pm

মেঘনায় জাল টাকাসহ গ্রেপ্তার ব্যক্তিকে আদালতে প্রেরণ

মেঘনা প্রতিনিধি।।

কুমিল্লার মেঘনা উপজেলায় জাল টাকা সহ মিজানুর রহমান নামের এক ব্যক্তিকে গত শুক্রবার পুলিশে সোপর্দ করলে আজ শনিবার আদালতে প্রেরণ করেছে মেঘনা থানা পুলিশ। মোট জাল নোটের পরিমাণ ২২১ পিস ৫০০ টাকার নোট( ১ লাখ ১০ হাজার ৫ শত টাকা)।মিজানুর রহমান ভাওরখোলা ইউনিয়নের চেঙ্গাকান্দি এলাকার এক মসজিদে ইমামের চাকরি করেন। তার গ্রামের বাড়ি পটুয়াখালী জেলার মহিপুর থানার তাহের পুর এলাকায়।আজ শনিবার মেঘনা থানা ওসি( তদন্ত) মনিরুজ্জামান এ তথ্য নিশ্চিত করেছেন। থানা সূত্রে জানা যায় গতকাল উপজেলার আমিরাবাদ এলাকায় জাল নোট ব্যবহার করে লেনদেনের সময় উপস্থিত জনতার সন্দেহ হলে আটক করে জিজ্ঞাসাবাদ করলে জনতার কাছে স্বীকার করলে সাথে সাথে থানায় ফোন দিয়ে পুলিশের হাতে তুলে দিয়েছেন। পরবর্তীতে পুলিশ মিজানুর রহমানের তথ্য মতে অভিযান পরিচালনা করে সে যে রুমে থাকতো সেখান থেকে অধিকাংশ টাকা উদ্ধার করা হয়েছে। এ বিষয়ে মেঘনা থানা ওসি (তদন্ত) মনিরুজ্জামান বলেন আসামীকে আইন অনুযায়ী আদালতে প্রেরণ করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

মন্তব্য বন্ধ আছে।


ফেসবুকে আমরা