January 2, 2025, 8:50 am
সর্বশেষ:
মেঘনায় কৃষি জমির মাটি ভর্তি দুই ট্রলার জব্দ, ৫০ হাজার টাকা জরিমানা জরুরি মিটিংয়ে বসেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন সরকারের পক্ষ থেকে ‘জুলাই অভ্যুত্থানের ঘোষণাপত্র’ দেওয়া হবে মেঘনায় অবৈধ বালু উত্তোলন না করার অঙ্গিকার জনগণের পুলিশ হতে চাই, যা করা দরকার তা করা হবে তিতাস উপজেলায় আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা বিগত সরকার দেশ থেকে ২৬ লাখ কোটি টাকা পাচার করেছে: ডা. শফিকুর রহমান বাসে ‘অজ্ঞানপার্টির’ খপ্পরে উপসচিব, হাসপাতালে ভর্তি শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষক-কর্মচারীদের নিয়মিত উপস্থিত থাকার নির্দেশ সংস্কার কমিশনের প্রতিবেদনের পর রাজনৈতিক দলের সঙ্গে আলোচনা:প্রধান উপদেষ্টা

সচিবালয়ে নিরাপত্তার দায়িত্বে থাকা ডিসিকে প্রত্যাহার

ডেস্ক রিপোর্ট।।

বাংলাদেশ সচিবালয়ে ভয়াবহ অগ্নিকাণ্ডের পর নিরাপত্তা বিভাগের দায়িত্বে থাকা উপ-পুলিশ কমিশনার (ডিসি) এম তানভীর আহমেদকে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) বদলি করেছে। তাকে পিওএম-দক্ষিণ বিভাগের ডিসি হিসেবে স্থানান্তর করা হয়েছে।

রোববার (২৯ ডিসেম্বর) ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী স্বাক্ষরিত একটি অফিস আদেশের মাধ্যমে এই বদলি করা হয়। আদেশে সচিবালয় নিরাপত্তা বিভাগের নতুন ডিসি হিসেবে পিওএম-দক্ষিণ বিভাগের ডিসি মোহাম্মদ বিল্লাল হোসেনকে নিয়োগ দেওয়া হয়েছে এবং এটি অবিলম্বে কার্যকর বলে উল্লেখ করা হয়।

এদিকে, ২৫ ডিসেম্বর রাত ১টা ৫২ মিনিটে বাংলাদেশ সচিবালয়ের ৭ নম্বর ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটে। ফায়ার সার্ভিসের ২০টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে ১০ ঘণ্টা পর আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। অগ্নিকাণ্ডের ফলে ভবনটির ষষ্ঠ থেকে নবম তলা পর্যন্ত পাঁচটি মন্ত্রণালয়ের নথিপত্র, কম্পিউটার এবং আসবাব পুড়ে যায়।

এ ঘটনায় ফায়ার সার্ভিসের সদস্য সোহানুর জামান নয়ন নিহত হন, যিনি আগুন নেভানোর কাজে ট্রাকচাপায় মৃত্যুবরণ করেন। সরকারের পক্ষ থেকে আগুনের কারণ অনুসন্ধানে মন্ত্রিপরিষদ বিভাগ তদন্ত কমিটি গঠন করেছে এবং প্রয়োজনে আলামত বিদেশেও পাঠানো হবে বলে জানানো হয়েছে।


আপনার মতামত লিখুন :

মন্তব্য বন্ধ আছে।


ফেসবুকে আমরা