• শনিবার, ২২ নভেম্বর ২০২৫, ০৬:৪০ অপরাহ্ন
  • [gtranslate]
সর্বশেষ
ঢাকা বিশ্ববিদ্যালয়ে রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আগমন ও ড. মোশাররফের বিএনপিতে আত্মপ্রকাশ মেঘনার ভাটের চর–বি আর টিসি মোড় সড়ক: বরাদ্দকৃত অর্থ পুকুরচুরি নয়তো? দিপুর শরীরের রক্ত ঝরেনি, যুবদলের রক্ত ঝরেছে মেঘনায় যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে প্রধান অতিথি  থাকছেন ড. খন্দকার মারুফ হোসেন নির্বাচন কীভাবে হবে তা রাজনৈতিক নেতারা ঠিক করবেন: প্রধান উপদেষ্টা যুবসমাজকে খেলাধুলার মাধ্যমে ঐক্যবদ্ধ রাখার আহ্বান ড. খন্দকার মারুফ হোসেনের বিগত বছরের তুলনায় মেঘনায় এইচএসসি ফলাফলে ইতিবাচক অগ্রগতি মেঘনায় অধরাই রয়ে গেল মাদকের সম্রাটরা এইচএসসির উদ্বেগজনক ফলাফলের জন্য ফ্যাসিস্ট সরকারের ব্যর্থ শিক্ষানীতিই দায়ী : ড.খন্দকার মারুফ হোসেন মেঘনায় পানিতে ডুবে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু

কুমিল্লাসহ তিন শিক্ষা বোর্ডের চেয়ারম্যানদের ওএসডি, নতুন নিয়োগ

নিজস্ব সংবাদ দাতা / ১৬৩ বার দেখা হয়েছে
প্রকাশের সময় : মঙ্গলবার, ২১ জানুয়ারি, ২০২৫

 

বিশেষ প্রতিবেদক।।

দেশের তিনটি সাধারণ শিক্ষা বোর্ডের চেয়ারম্যানদের মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরে (মাউশি) বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা বা ওএসডি করা হয়েছে। একই সঙ্গে এই তিন শিক্ষা বোর্ডে নতুন চেয়ারম্যান নিয়োগ দেওয়া হয়েছে।

রোববার শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের পৃথক প্রজ্ঞাপনে এ সিদ্ধান্তের কথা জানানো হয়। যাঁদের ওএসডি করা হয়েছে, তাঁরা হলেন যশোর শিক্ষা বোর্ডের চেয়ারম্যান খোন্দকার কামাল হাসান, কুমিল্লা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান মো. নিজামুল করিম এবং দিনাজপুর শিক্ষা বোর্ডের চেয়ারম্যান স ম আবদুস সামাদ আজাদ। তাঁদের ২৬ জানুয়ারি কর্মস্থল থেকে অবমুক্ত হতে বলা হয়েছে।

অন্যদিকে রাজধানীর সরকারি তিতুমীর কলেজের রাষ্ট্রবিজ্ঞানের অধ্যাপক মোসাম্মৎ আসমা বেগমকে যশোর শিক্ষা বোর্ডের চেয়ারম্যান, মৌলভীবাজার সরকারি কলেজের উপাধ্যক্ষ মো. আনোয়ার হোসেন চৌধুরীকে সিলেট বোর্ডের চেয়ারম্যান এবং চাঁপাইনবাবগঞ্জের নবাবগঞ্জ সরকারি কলেজের অধ্যক্ষ মহা. তৌহিদুল ইসলামকে দিনাজপুর শিক্ষা বোর্ডের চেয়ারম্যান হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।

এ ছাড়া আজ পৃথক প্রজ্ঞাপনে শিক্ষার বিভিন্ন দপ্তরে রদবদল করেছে শিক্ষা মন্ত্রণালয়।


আপনার মতামত লিখুন :

মন্তব্য বন্ধ আছে।

এই জাতীয় আরো খবর দেখুন