August 24, 2025, 10:27 am
সর্বশেষ:
স্বাধীন সাংবাদিকতার পথে সবচেয়ে বড় বাধা মহাসড়কে অপরিকল্পিত ইউ-টার্ন: দুর্ঘটনার বড় কারণ জনগণ নির্বাচনমুখী হলে কোনো ষড়যন্ত্র কাজে আসবে না: স্বরাষ্ট্র উপদেষ্টা সরকার হুকুমমতো কাজ করাতে চাইলে চেয়ারে থাকব না : সিইসি কুমিল্লার আসন পুনর্বিন্যাসের খসড়া গ্যাজেট নিয়ে গণশুনানি: উত্তপ্ত রাজনৈতিক ময়দান মাওয়া পদ্মার পারে যুবদল–ছাত্রদল নেতৃবৃন্দের ইলিশ ভোজ স্থানীয় স্বঘোষিত ন্যায়পাল ও সমাজে বিচারব্যবস্থার স্বচ্ছতার অভাব মেঘনা উপজেলায় স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠা বার্ষিকী পালিত সাত-আটজন পালালেও ধরা পড়লো এক চাঁদাবাজ তৃণমূলের নেতৃত্বে স্থবিরতা: গণতন্ত্র ও নতুন নেতৃত্ব তৈরির সংকট

মেঘনায় অবৈধ বালু উত্তোলন ও টপ সয়েল কর্তন প্রতিরোধে বিশেষ সভা

 

মেঘনা প্রতিনিধি।।

কুমিল্লার মেঘনা উপজেলায় নদীর তলদেশ থেকে  অবৈধ বালু উত্তোলন এবং কৃষিজমির উর্বর মাটি (টপ সয়েল) কর্তন প্রতিরোধে এক বিশেষ সভা অনুষ্ঠিত হয়েছে। ২৭ জানুয়ারি বিকেলে উপজেলা পরিষদের সভাকক্ষে এ সভা হয়। উপজেলা প্রশাসন আয়োজিত সভায় সভাপতিত্ব করেন মেঘনা উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হ্যাপী দাস। তিনি বলেন, “বালু উত্তোলন এবং টপ সয়েল কর্তন শুধু পরিবেশের জন্য নয়, আমাদের অর্থনীতি এবং জীববৈচিত্র্যের জন্যও মারাত্মক হুমকিস্বরূপ। এ বিষয়ে সকলের সমন্বিত উদ্যোগ ও সচেতনতা জরুরি।”

সভায় অন্যান্য বক্তারাও বিষয়টি নিয়ে উদ্বেগ প্রকাশ করেন এবং স্থানীয় প্রশাসনের সঙ্গে সহযোগিতা করে অবৈধ কার্যক্রম বন্ধে দৃঢ় প্রতিশ্রুতি দেন। সভায় আরও উপস্থিত ছিলেন কোস্টগার্ডের লেফটেন্যান্ট কমান্ডার ডা. তাকিউল আহসান ও ক্যাপ্টেন আদিল, মেঘনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল জলিল, নৌপুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. আজমগীর হোসেন, চালিভাঙ্গা ইউনিয়নের চেয়ারম্যান হুমায়ুন সরকার, উপজেলা প্রেসক্লাবের সভাপতি মাহমুদুল হাসান বিপ্লব সিকদার, গণধিকার পরিষদের মেঘনা উপজেলা সভাপতি মোখলেছুর রহমান, যুবদল নেতা মাসুরুল,উপজেলা মহিলা দলের সভাপতি মাহবুবা ইসলাম, উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক কেফায়েত উল্লাহ, কবি নজরুল সরকারি কলেজের সমন্বয়ক রুপ মিয়া হোসাইন (রাজ), ছাত্র প্রতিনিধি আকিব হাসান পলাশ ও নাদিমুজ্জামানসহ অন্যরা।

উপজেলা প্রশাসন ও স্থানীয় নেতৃবৃন্দের অংশগ্রহণে অনুষ্ঠিত এই সভায় অবৈধ বালু উত্তোলন ও টপ সয়েল কর্তনের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়ার সিদ্ধান্ত হয়।

সভা শেষে স্থানীয় জনগণের সহযোগিতা কামনা করে ইউএনও হ্যাপী দাস বলেন, “সকলের আন্তরিক প্রচেষ্টায় মেঘনাকে আমরা একটি পরিবেশবান্ধব, সুরক্ষিত এবং উন্নয়নমুখী এলাকা হিসেবে গড়ে তুলতে চাই।”


আপনার মতামত লিখুন :

মন্তব্য বন্ধ আছে।


ফেসবুকে আমরা