মেঘনা প্রতিনিধি।।
সুশিক্ষার জন্য প্রয়োজন সুশিক্ষক। এজন্য মেধাবী শিক্ষার্থীদের শিক্ষকতা পেশায় আকৃষ্ট করতে হবে বলেন বিএনপির সাংগঠনিক সম্পাদক (কুমিল্লা বিভাগ) অধ্যক্ষ সেলিম ভুইয়া। আজ বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) আব্দুল অদুদ মুন্সি স্কুলের বার্ষিক ক্রিড়া প্রতিযোগিতায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। এ সময় উপস্থিত ছিলেন কুমিল্লা উত্তর জেলা বিএনপির আহবায়ক আক্তারুজ্জামান সরকার, যুগ্ম আহবায়ক আব্বাস উদ্দিন কমান্ডার শিক্ষক, শিক্ষার্থী সহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা আব্দুল অদুদ মুন্সির সভাপতিত্বে সভায় সেলিম ভুইয়া বলেন
শিক্ষা প্রতিষ্ঠান পরিচালনায় শিক্ষকদের কাজে রাজনৈতিক দলের নাম ব্যবহার করে কতিপয় ব্যক্তি বিঘ্ন সৃষ্টি করে ব্যক্তিগত স্বার্থ হাসিলের জন্য। এধরণের ব্যক্তিদের সম্পর্কে সচেতন হতে হবে।এদের সন্মিলীত ভাবে রুখে দাঁড়াতে হবে। তাদের কোন ভাবেই জনপ্রতিনিধি মানায় না।