February 21, 2025, 1:47 pm
সর্বশেষ:
মেঘনায় আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত লাকসাম যাওয়ার পথে মির্জা ফখরুলকে শুভেচ্ছা জানান অধ্যক্ষ মোঃ সেলিম ভূঁইয়া মেঘনায় এসিল্যান্ডসহ কর্মকর্তাহীন একাধিক দপ্তর, সেবাবঞ্চিত নাগরিকরা ডিসিদের আইনশৃঙ্খলা পরিস্থিতি ও বাজার নিয়ন্ত্রণে প্রধান উপদেষ্টার নির্দেশ হাসিনা এখনো ক্ষমতায় থাকলে আমাদের ফাঁসি দিয়ে দিত : রুহুল কবির রিজভী  আজ মেঘনা উপজেলা বিএনপির কাউন্সিল, প্রধান অতিথি রিজভী বিয়ের পিড়িতে বসা হলোনা রেমিট্যান্স যোদ্ধা আনিসুর রহমানের   মেঘনা বিএনপির সম্মেলন ঘিরে ব্যস্ত সেলিম ভুইয়া, শনিবার আসছেন রুহুল কবির রিজভী র‍্যাব বিলুপ্তির বিষয়ে জাতিসংঘের প্রস্তাবে সবাই বসে সিদ্ধান্ত নেওয়া হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা নির্বাচনে প্রয়োজনীয় সংস্কারের সময় দেবে জামায়াত: গোলাম পরওয়ার

স্বৈরাচার শুধু সরকারে নয়, গ্রামেও আছে: প্রধান উপদেষ্টা

 

নিজস্ব প্রতিবেদক।।

স্বৈরাচার শুধু সরকারে নয়, গ্রামেও রয়েছে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। জুলাইয়ে আহত তরুণদের উদ্দেশে তিনি বলেন, তারা (স্বৈরাচার) চলে যায়নি। তোমাদের গ্রামে আছে তোমরা কিছু করো। তাদের বোঝাও যে তাদের স্বভাব পরিবর্তন করতে হবে। তাদের স্বভাবে তারা চলবে এটা হবে না। তবে মারপিট করে এটা সম্ভব না।

সোমবার সোমবার (১০ ফেব্রুয়ারি) জুলাই বিপ্লব ২০২৪ এর শহীদ এবং আন্দোলনকালে আহত ব্যক্তিদের পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাতকালে এসব বলেন প্রধান উপদেষ্টা। তিনি বলেন, বিচার একটি চলমান প্রক্রিয়া। তোমরা তাৎক্ষণিক বিচার চাও। এটা তাৎক্ষণিক হলে অবিচার হয়ে যাবে। বিচারের মূল বিষয় হলো সুবিচার। বিচার চলতে থাকুক। যারা অপরাধী তাদের পুলিশের হাতে যথেষ্ট সাক্ষী প্রমাণসহ তুলে দাও। আমরাই যদি অবিচারে নেমে যাই তাহলে তাদের আর আমাদের মধ্যে কোনো পার্থক্য থাকবে না।

তিনি বলেন, যারা বিচারযোগ্য তাদের বিচার হবে। কিন্তু যারা অপরাধী না তাদের সৎপথে নিয়ে আসতে হবে। তাদের বোঝাতে হবে তারা ভুল। তাদের বলতে হবে তোমরা বিগত সময়ে আমাদের ওপর অনেক অত্যাচার অবিচার করেছো। কিন্তু এ দেশ তোমার আমার। কাউকে দেশ থেকে বের করে দিয়ে বিচার হয় না। যারা সহজে মেনে নেবে না তাদের আমরা সহজে বোঝানোর চেষ্টা করতে হবে। কিন্তু যারা গণ্ডগোলের পরিকল্পনা করবে তাদের আইনের আওতায় আনবো।


আপনার মতামত লিখুন :

মন্তব্য বন্ধ আছে।


ফেসবুকে আমরা