February 21, 2025, 1:53 pm
সর্বশেষ:
মেঘনায় আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত লাকসাম যাওয়ার পথে মির্জা ফখরুলকে শুভেচ্ছা জানান অধ্যক্ষ মোঃ সেলিম ভূঁইয়া মেঘনায় এসিল্যান্ডসহ কর্মকর্তাহীন একাধিক দপ্তর, সেবাবঞ্চিত নাগরিকরা ডিসিদের আইনশৃঙ্খলা পরিস্থিতি ও বাজার নিয়ন্ত্রণে প্রধান উপদেষ্টার নির্দেশ হাসিনা এখনো ক্ষমতায় থাকলে আমাদের ফাঁসি দিয়ে দিত : রুহুল কবির রিজভী  আজ মেঘনা উপজেলা বিএনপির কাউন্সিল, প্রধান অতিথি রিজভী বিয়ের পিড়িতে বসা হলোনা রেমিট্যান্স যোদ্ধা আনিসুর রহমানের   মেঘনা বিএনপির সম্মেলন ঘিরে ব্যস্ত সেলিম ভুইয়া, শনিবার আসছেন রুহুল কবির রিজভী র‍্যাব বিলুপ্তির বিষয়ে জাতিসংঘের প্রস্তাবে সবাই বসে সিদ্ধান্ত নেওয়া হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা নির্বাচনে প্রয়োজনীয় সংস্কারের সময় দেবে জামায়াত: গোলাম পরওয়ার

মেঘনায় এসিল্যান্ডসহ কর্মকর্তাহীন একাধিক দপ্তর, সেবাবঞ্চিত নাগরিকরা

মেঘনা প্রতিনিধি।।

কুমিল্লার মেঘনা উপজেলায় এসিল্যান্ডসহ কয়েকটি দপ্তরের প্রধান কর্মকর্তা না থাকায় সেবা থেকে বঞ্চিত হচ্ছে নাগরিকরা ।তিনটি দপ্তরে অতিরিক্ত দায়িত্ব ও দুটি দপ্তরে শূন্য রয়েছে। তবে সহকারী কমিশনার ভুমি( এসি ল্যান্ড) পদে গত ৯ ফেব্রুয়ারি চট্রগ্রাম বিভাগীয় অফিসের সিনিয়র সহকারী কমিশনার মোহাম্মদ শাহজাহান স্বাক্ষরিত প্রজ্ঞাপনে চাকতাই উপজেলায় কর্মরত স্বরুপ মুহুরীকে এ উপজেলায় বদলি দিলেও পদায়ন না করায় অতিরিক্ত দায়িত্ব পালন করছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা। অপরদিকে , মাধ্যমিক শিক্ষা দপ্তরে হোমনা উপজেলা, উপজেলা পল্লি উন্নয়ন দপ্তরে হোমনা উপজেলার কর্মকর্তাকে অতিরিক্ত দায়িত্ব দিলেও একদিনের জন্য অফিস করেননি। অপরদিকে উপজেলা পরিসংখ্যান কর্মকর্তা, একাডেমিক সুপার ভাইজার (উমাশিঅ) দীর্ঘদিন শূন্য রয়েছে। এসকল তথ্য উপজেলা নির্বাহী অফিসারের দপ্তর সূত্রে নিশ্চিত করা হয়েছে। কর্মকর্তারা না থাকার ফলে দাপ্তরিক কাজে দেখা দিয়েছে স্থবিরতা। সেবা থেকে বঞ্চিত হচ্ছে নাগরিকরা। এ বিষয়ে উপজেলা দূর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি, সাহেরা লতিফ মেমোরিয়াল বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবুল কালাম বলেন, দপ্তরের কর্মকর্তারা না থাকায় দাপ্তরিক কাজে চরম ব্যঘাত ঘটছে, নাগরিকদের সেবা পেতে দ্রুত যথাযথ পদে কর্মকর্তাদের পদায়ন করা দরকার। যুদ্ধকালীন কমান্ডার মুক্তিযোদ্ধা আব্বাসউদ্দীন আহমেদ বলেন উপজেলায় বিভিন্ন দপ্তরে কর্মকর্তা পদায়ন করার জন্য সংশ্লিষ্ট দপ্তরের উর্ধ্বতন কর্তৃপক্ষের সু দৃষ্টি কামনা করছি। অন্যথায় উপজেলাবাসী চরম ভোগান্তিতে পড়বে। এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা হ্যাপী দাস এই প্রতিবেদককে  বলেন এসিল্যান্ড পেয়েছি কিন্তু এখনো পদায়ন না করায় আমাকেই অতিরিক্ত দায়িত্ব পালন করতে হচ্ছে, শিগগিরই পদায়নসহ অন্য দপ্তরের কর্মকর্তাদের বিষয়ে সমাধানের জন্য উর্ধতন কর্তৃপক্ষকে অবহিত করা হবে।


আপনার মতামত লিখুন :

মন্তব্য বন্ধ আছে।


ফেসবুকে আমরা