• শুক্রবার, ০২ জানুয়ারী ২০২৬, ০৯:৪৩ পূর্বাহ্ন
  • [gtranslate]
সর্বশেষ
বিএনপি ক্ষমতায় এলে দাউদকান্দি–মেঘনা সরাসরি সংযুক্ত করা হবে : ড. খন্দকার মারুফ হোসেন স্বেচ্ছাসেবক দল নেতা নাহিদ হাসানের মাতৃবিয়োগে কুমিল্লা উত্তর জেলা নেতৃবৃন্দের শোক শোকের ভারে নত একাই দেশনায়ক তারেক রহমান বেগম খালেদা জিয়ার ইন্তেকালে বাংলাদেশ পুলিশ এসোসিয়েশনের শোক মেঘনায় ইয়াবাসহ আলোচিত মাদক কারবারি মান্নান গ্রেপ্তার যে রাষ্ট্র আজ নিজেই অনাথ মেঘনায় মাসিক আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত মেঘনায় আগামীকাল ধর্মীয় উপাসনালয়ে বেগম খালেদা জিয়ার আত্মার মাগফেরাত কামনায় দোয়ার নির্দেশ তিনদিনের রাষ্ট্রীয় শোক ও বুধবার ছুটি ঘোষণা জরুরি বৈঠকে বসছে বিএনপির স্থায়ী কমিটি

মেঘনায় বাজার নিয়ন্ত্রণে উপজেলা প্রশাসনের আলোচনা সভা

নিজস্ব সংবাদ দাতা / ১০৩ বার দেখা হয়েছে
প্রকাশের সময় : রবিবার, ২ মার্চ, ২০২৫

 

মেঘনা (কুমিল্লা) প্রতিনিধি।।

কুমিল্লার মেঘনা উপজেলায় বাজারের শৃঙ্খলা বজায় রাখা, অবৈধ মজুদ প্রতিরোধ, যানজট নিয়ন্ত্রণ এবং নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম সহনীয় পর্যায়ে রাখতে প্রশাসনের উদ্যোগে এক গুরুত্বপূর্ণ আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (২ মার্চ) দুপুরে উপজেলা প্রশাসনের আয়োজনে সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হ্যাপী দাস।

সভায় উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা শাহে আলম, মেঘনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল জলিল, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা গাজী আনোয়ার হোসেন, উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. রেজাউল ইসলামসহ প্রশাসনের বিভিন্ন স্তরের কর্মকর্তা, স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ ও সুশীল সমাজের প্রতিনিধি।

সভায় নির্বাহী কর্মকর্তা হ্যাপী দাস বলেন, “সুস্থ বাজার ব্যবস্থা নিশ্চিত করতে প্রশাসন সর্বদা সচেষ্ট। ব্যবসায়ীদের অবশ্যই ন্যায্য দামে পণ্য বিক্রি করতে হবে। বাজারে কৃত্রিম সংকট বা অতিরিক্ত মূল্য বৃদ্ধির কোনো সুযোগ দেওয়া হবে না। পাশাপাশি যানজট নিরসনে ব্যবসায়ী ও ক্রেতাদের সহযোগিতা প্রয়োজন।”

তিনি আরও বলেন, “একটি সুশৃঙ্খল বাজার ব্যবস্থাপনা শুধু ব্যবসায়ীদের জন্যই নয়, ক্রেতাদের স্বার্থেও গুরুত্বপূর্ণ। সঠিক মনিটরিংয়ের মাধ্যমে বাজারে স্বচ্ছতা ও শৃঙ্খলা বজায় রাখা হবে।”

সভায় সংশ্লিষ্ট সবাই বাজার পরিস্থিতি নিয়ন্ত্রণে প্রশাসনের গৃহীত পদক্ষেপের প্রশংসা করেন এবং যথাযথ সহযোগিতার আশ্বাস দেন।

 


আপনার মতামত লিখুন :

মন্তব্য বন্ধ আছে।

এই জাতীয় আরো খবর দেখুন