August 24, 2025, 10:25 am
সর্বশেষ:
স্বাধীন সাংবাদিকতার পথে সবচেয়ে বড় বাধা মহাসড়কে অপরিকল্পিত ইউ-টার্ন: দুর্ঘটনার বড় কারণ জনগণ নির্বাচনমুখী হলে কোনো ষড়যন্ত্র কাজে আসবে না: স্বরাষ্ট্র উপদেষ্টা সরকার হুকুমমতো কাজ করাতে চাইলে চেয়ারে থাকব না : সিইসি কুমিল্লার আসন পুনর্বিন্যাসের খসড়া গ্যাজেট নিয়ে গণশুনানি: উত্তপ্ত রাজনৈতিক ময়দান মাওয়া পদ্মার পারে যুবদল–ছাত্রদল নেতৃবৃন্দের ইলিশ ভোজ স্থানীয় স্বঘোষিত ন্যায়পাল ও সমাজে বিচারব্যবস্থার স্বচ্ছতার অভাব মেঘনা উপজেলায় স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠা বার্ষিকী পালিত সাত-আটজন পালালেও ধরা পড়লো এক চাঁদাবাজ তৃণমূলের নেতৃত্বে স্থবিরতা: গণতন্ত্র ও নতুন নেতৃত্ব তৈরির সংকট

মেঘনার সেননগরে তরুণ উদয় সমাজকল্যাণ পরিষদের ঈদ উপহার বিতরণ

মেঘনা প্রতিনিধি।।

মেঘনা উপজেলার সেননগর গ্রামে তরুণ উদয় সমাজকল্যাণ পরিষদের উদ্যোগে ১৩১ জন গরিব ও অসহায় মানুষের মাঝে ইফতার ও ঈদ উপহার বিতরণ করা হয়৷উক্ত বিতরনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তরুণ উদয় সমাজকল্যাণ পরিষদের প্রতিষ্ঠাতা মো:কিরন অর রশিদ, উচ্চতর পরিষদের সদস্য পল্লি চিকিৎসক মো: রমিজ উদ্দিন ঢালী,পল্লি চিকিৎসক মো:ফয়েজ আহমেদ সরকার,ইন্জি.মো: হিরন মিয়া, মো:নাজির হোসেন,প্রবাসী প্রতিনিধি হিসেবে কাজ করেছেন মাওলানা মিজানুর রহমান, মো:আনিছুর রহমান (আনাছ),মো:মানিক মিয়া,মো:সেন্টু মিয়া প্রমুখ৷


এ বিষয়ে তরুণ উদয় সমাজকল্যাণ পরিষদের প্রতিষ্ঠাতা মো:কিরন অর রশিদ বলেন, প্রতি বছরের ন্যায় ২০২৫ সালেও আমরা ধারাবাহিকভাবে ১৩১ টি গরিব ও অসহায় মানুষের মাঝে ইফতার ও ঈদ উপহার পৌছে দিতে পেরেছি৷ এছাড়াও তরুণ উদয় সমাজকল্যাণ পরিষদ সেননগর গ্রামে একটি বেটমিনটন খেলার পাকা কোড তৈরী করে দিয়েছি৷ এবং প্রতিবন্ধিদের হুইলচেয়ার ও অসহায় মানুষের মেয়ের বিয়েতেও সহযোগিতা করে এসেছে৷ তিনি বলেন আগামী ইদুল আযহাতেও (কুরবানীর ঈদ) তরুণ উদয় সমাজকল্যাণ পরিষদের উদ্যোগে গরিব ও অসহায় মানুষের জন্য একটি গরু কোরবানি করে তাদের মাঝে বিতরণ করা হবে ইনশাআল্লাহ৷ সবাই তরুণ উদয় সমাজকল্যাণ পরিষদের পাশে থেকে উৎসাহিত করবেন এবং সাধ্যমত সহযোগিতা করে গরিব ও অসহায় মানুষের পাশে দড়াবেন৷


আপনার মতামত লিখুন :

মন্তব্য বন্ধ আছে।


ফেসবুকে আমরা