March 31, 2025, 5:54 am

মেঘনায় গণহত্যা দিবস পালিত

মেঘনা প্রতিনিধি।
কুমিল্লা মেঘনায় ২৫ শে মার্চ জাতীয় গণহত্যা দিবস পালন করা হয়। মঙ্গলবার (২৫ শে মার্চ) সকাল ১১ টায় উপজেলা পরিষদ মিলনায়তনে, উপজেলা প্রশাসনের আয়োজনে, দিবস পালন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এছাড়া বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে স্ব-স্ব উদ্যোগে আলোচনা সভা ও ২৫ শে মার্চ রাতে নিহতদের স্মরণে বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার হ্যাপি দাসের সভাপতিত্বে উপস্থিত ছিলেন মেঘনা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল জলিল,যুদ্ধকালীন কমান্ডার,  বীর মুক্তিযোদ্ধা আব্বাসউদ্দিন কমান্ডার, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা.সায়মা রহমান, জাতীয় মানবাধিকার সংস্থার উপজেলা শাখার সভাপতি ফাতেমা আক্তার খানম,মেঘনা উপজেলা প্রেসক্লাবের সভাপতি, মাহমুদুল হাসান বিপ্লব সিকদার  সহ মেঘনা উপজেলা বিভিন্ন সেক্টরের কর্মকর্তা-কর্মচারী বৃন্দ বিভিন্ন স্কুল প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী, রাজনৈতিক নেতৃবৃন্দ, প্রমুখ।


আপনার মতামত লিখুন :

মন্তব্য বন্ধ আছে।


ফেসবুকে আমরা