May 20, 2025, 11:44 pm
সর্বশেষ:
বাংলাদেশ সেক্রেটারিয়েট জার্নালিস্ট অ্যাসোসিয়েশন’র কমিটি পুনর্গঠন: সভাপতি রিয়াজ, সম্পাদক নিজাম এখন আমরা বাঘের মুখে পড়েছি: মির্জা আব্বাস ব্রিটিশ হাইকমিশনারের সাক্ষাৎ :কমিশনের সুপারিশে গণমাধ্যমে বেশ কিছু সংস্কার উদ্যোগ: তথ্য উপদেষ্টা মেঘনায় ৩ প্রতিষ্ঠানকে ভ্রাম্যমাণ আদালতের জরিমানা গজারিয়ায় শীর্ষ সন্ত্রাসী সৈকত গ্রেফতার কালুরঘাট সেতুর ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন প্রধান উপদেষ্টা ইশরাককে মেয়র পদে বসাতে ২৪ ঘণ্টার আল্টিমেটাম একটি বিশেষ পথচলার নাম অটিজম নির্বাচন পুরোপুরি বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয় : প্রেস সচিব আন্দালিব রহমান পার্থর স্ত্রীকে বিদেশ যেতে বাধা

মেঘনার সেননগরে তরুণ উদয় সমাজকল্যাণ পরিষদের ঈদ উপহার বিতরণ

মেঘনা প্রতিনিধি।।

মেঘনা উপজেলার সেননগর গ্রামে তরুণ উদয় সমাজকল্যাণ পরিষদের উদ্যোগে ১৩১ জন গরিব ও অসহায় মানুষের মাঝে ইফতার ও ঈদ উপহার বিতরণ করা হয়৷উক্ত বিতরনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তরুণ উদয় সমাজকল্যাণ পরিষদের প্রতিষ্ঠাতা মো:কিরন অর রশিদ, উচ্চতর পরিষদের সদস্য পল্লি চিকিৎসক মো: রমিজ উদ্দিন ঢালী,পল্লি চিকিৎসক মো:ফয়েজ আহমেদ সরকার,ইন্জি.মো: হিরন মিয়া, মো:নাজির হোসেন,প্রবাসী প্রতিনিধি হিসেবে কাজ করেছেন মাওলানা মিজানুর রহমান, মো:আনিছুর রহমান (আনাছ),মো:মানিক মিয়া,মো:সেন্টু মিয়া প্রমুখ৷


এ বিষয়ে তরুণ উদয় সমাজকল্যাণ পরিষদের প্রতিষ্ঠাতা মো:কিরন অর রশিদ বলেন, প্রতি বছরের ন্যায় ২০২৫ সালেও আমরা ধারাবাহিকভাবে ১৩১ টি গরিব ও অসহায় মানুষের মাঝে ইফতার ও ঈদ উপহার পৌছে দিতে পেরেছি৷ এছাড়াও তরুণ উদয় সমাজকল্যাণ পরিষদ সেননগর গ্রামে একটি বেটমিনটন খেলার পাকা কোড তৈরী করে দিয়েছি৷ এবং প্রতিবন্ধিদের হুইলচেয়ার ও অসহায় মানুষের মেয়ের বিয়েতেও সহযোগিতা করে এসেছে৷ তিনি বলেন আগামী ইদুল আযহাতেও (কুরবানীর ঈদ) তরুণ উদয় সমাজকল্যাণ পরিষদের উদ্যোগে গরিব ও অসহায় মানুষের জন্য একটি গরু কোরবানি করে তাদের মাঝে বিতরণ করা হবে ইনশাআল্লাহ৷ সবাই তরুণ উদয় সমাজকল্যাণ পরিষদের পাশে থেকে উৎসাহিত করবেন এবং সাধ্যমত সহযোগিতা করে গরিব ও অসহায় মানুষের পাশে দড়াবেন৷


আপনার মতামত লিখুন :

মন্তব্য বন্ধ আছে।


ফেসবুকে আমরা