বিপ্লব সিকদার।।
৩৮ তম বিসিএস থেকে ৪৩তম বিসিএস সহ বিভিন্ন সরকারি দপ্তরে ভুয়া মুক্তিযোদ্ধা সনদ ব্যবহার করে চাকুরী নেওয়ার অভিযোগের প্রাথমিক সত্যতা পেয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। সোমবার (৭ এপ্রিল) অভিযোগের প্রেক্ষিতে দুর্নীতি দমন কমিশন, প্রধান কার্যালয়, ঢাকা হতে বাংলাদেশ সরকারি কর্ম কমিশনে একটি এনফোর্সমেন্ট টিম অভিযান পরিচালনাকালে এ সত্যতা পেয়েছে। দুদকের জনসংযোগ দপ্তর সূত্রে এ তথ্য নিশ্চিত করা হয়েছে। সূত্র জানায় ৩৮ তম বিসিএস থেকে ৪৩তম বিসিএস সহ বিভিন্ন সরকারি দপ্তরে ভুয়া মুক্তিযোদ্ধা সনদ ব্যবহার করে চাকুরী নেওয়ার অভিযোগের প্রেক্ষিতে দুর্নীতি দমন কমিশন, প্রধান কার্যালয়, ঢাকা হতে বাংলাদেশ সরকারি কর্ম কমিশনে গতকাল একটি এনফোর্সমেন্ট অভিযান পরিচালনা করা হয়। অভিযানকালে এনফোর্সমেন্ট টিম সরকারি কর্ম কমিশন কর্তৃক নিয়োগ প্রদানকৃত ৩৮তম বিসিএস থেকে ৪৩তম বিসিএস -এ মুক্তিযোদ্ধা সনদ ব্যবহার করে ক্যাডার ও নন-ক্যাডারে চাকরিপ্রাপ্তদের তালিকা সংগ্রহ করেছে। এছাড়াও নবম বিসিএস থেকে বর্তমান সময় পর্যন্ত যারা মুক্তিযোদ্ধা সনদ ব্যবহার করে চাকরি পেয়েছে সেগুলোর সঠিকতা যাচাই করতে তালিকা সংগ্রহ করে দুদক টিম। প্রাথমিক পর্যালোচনায় ভুয়া মুক্তিযোদ্ধা সনদ ব্যবহার করে বেশ কয়েকজন চাকুরী পেয়েছেন মর্মে টিমের নিকট প্রতীয়মান হয়েছে। অভিযানে সংগৃহীত তথ্য বিস্তারিতভাবে পর্যালোচনাপূর্বক এনফোর্সমেন্ট টিম কমিশন বরাবর পূর্ণাঙ্গ প্রতিবেদন দাখিল করবে।এছাড়া আরও ৩ টি দপ্তরে অভিযান পরিচালনা করেছে দুদক টিম।