মেঘনা প্রতিনিধি।।
পহেলা বৈশাখ বাঙালির চিরায়ত প্রাণের উৎসব। এই দিনে কুমিল্লার মেঘনা উপজেলায়ও ছিল উৎসবের ছোঁয়া, আনন্দের রঙে রাঙা এক প্রাণবন্ত আয়োজন। বাংলা ১৪৩২ সালের প্রথম দিনটিকে বরণ করতে সোমবার (১৪ এপ্রিল) মেঘনা উপজেলা প্রশাসনের ব্যবস্থাপনায় অনুষ্ঠিত হয়েছে নানা আয়োজন। এছাড়া স্থানীয় বিএনপির উদ্যেগে পহেলা বৈশাখের উৎসব উদযাপনে ছিল নানামুখী কর্মসূচি। সকালে উপজেলা পরিষদ প্রাঙ্গণে শিক্ষক, শিক্ষার্থী ও কর্মচারীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে দিনটি শুরু হয় জাতীয় সংগীত এবং ‘এসো হে বৈশাখ’ পরিবেশনার মধ্য দিয়ে। সকাল সাড়ে ৮টায় এই আনুষ্ঠানিকতার মাধ্যমে বাংলা নববর্ষের সূচনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা। এরপর বের হয় বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা। উপজেলা চত্বর থেকে শুরু হয়ে শোভাযাত্রাটি উপজেলার প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা মিলনায়তনে এসে শেষ হয়। নানা রঙে, মুখোশে আর ঐতিহ্যের প্রতীক নিয়ে শোভাযাত্রায় ছিল বৈশাখী আমেজের পূর্ণতা।
সকাল ১০টায় উপজেলা হল রুমে শুরু হয় সাংস্কৃতিক অনুষ্ঠান। এতে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা ও স্থানীয় সাংস্কৃতিক সংগঠন ‘স্বরগ্রাম একাডেমি’র শিল্পীরা বৈশাখী গান ও নৃত্য পরিবেশন করেন। এছাড়া উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানেও দিনব্যাপী পালিত হয় নববর্ষ। বিকেলে হাসপাতাল ও এতিমখানাগুলোতে পরিবেশিত হয় উন্নতমানের বাঙালি খাবার।দিনব্যাপী এসব অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মেঘনা উপজেলা নির্বাহী কর্মকর্তা হ্যাপী দাস, সহকারী কমিশনার (ভূমি) লুৎফুন নাহার শারমীন,মেঘনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল জলিল, উপজেলা কৃষি কর্মকর্তা মো. শাহে আলম, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সায়মা রহমান, মহিলা বিষয়ক কর্মকর্তা খাদিজা আক্তার মুক্তা, জনস্বাস্থ্য প্রকৌশলী ফয়সাল আহমেদ, শিক্ষা কর্মকর্তা গাজী আনোয়ার হোসেন, নির্বাচন কর্মকর্তা রেজাউল ইসলামসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী ও সাংস্কৃতিক কর্মীরা।অপরদিকে বিএনপি বর্ণ্যাঢ্য র্যালী, কাবাডি খেলা সহ আলোচনা সভা করে।