April 17, 2025, 7:15 am

মেঘনায় বৃষ্টিতে ধসে পরেছে কলেজের সড়ক

মেঘনা প্রতিনিধি।।

কুমিল্লার মেঘনা উপজেলায় বৃষ্টিতে ধসে পরেছে মানিকার চর সরকারি বঙ্গবন্ধু কলেজের প্রবেশ মুখের সড়ক। ফলে শিক্ষার্থী,সংশ্লিষ্ট সকলের যাতায়াত বন্ধ হওয়ার উপক্রম হয়েছে। সচেতন মহল বলছেন সরকারি বরাদ্দ এনে ঠিকাদাররা অতি মুনাফা করে ফলে কাজের মান নিম্ন হওয়ায় সড়ক গুলো ধসে যায়।

এই উপজেলায় সকল প্রকল্পের প্রায় একই অবস্থা। ঠিকাদার সংশ্লিষ্ট একজন বলে এই নিউজ করার পর দ্রুত কাজ করতে হবে এই বাহানা ধরে ১ টাকার কাজ ২০ টাকার তড়িৎ বরাদ্দ এনে জোড়াতালি দিয়ে বিল উঠিয়ে নিবে। এদিকে শিক্ষার্থীদের আবেদন দ্রুত সড়ক মেরামতের জন্য যেন কলেজে যাওয়া যায়।


আপনার মতামত লিখুন :

মন্তব্য বন্ধ আছে।


ফেসবুকে আমরা