April 20, 2025, 5:52 am

মেঘনায় আজকের পর থেকে অবৈধ বালু উত্তোলন হবেনা : অধ্যক্ষ সেলিম ভুইয়া

নিজস্ব প্রতিবেদক।। 

কুমিল্লার মেঘনা উপজেলার রাম প্রসাদের চর সহ কোন এলাকায় অবৈধ বালু উত্তোলন হবেনা বললেন বিএনপির সাংগঠনিক সম্পাদক( কুমিল্লা বিভাগ) অধ্যক্ষ সেলিম ভুইয়া। আজ শনিবার (১৯ এপ্রিল) উপজেলার রামপ্রসাদের চর এলাকায় অবৈধ বালু উত্তোলনের প্রতিবাদে বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথির বক্তব্য তিনি এ কথা বলেন। চালিভাঙ্গা ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি প্রাবন্ধিক, কথা সাহিত্যেক এডভোকেট জয়নুল আবেদীনের সভাপতিত্বে বিক্ষোভ সমাবেশে সেলিম ভুইয়া বলেন, রামপ্রসাদের চরের মানুষের সাথে সুধু উপজেলা বিএনপি বা আমি না সরাসরি দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সাহেব আছেন। তিনি আরও বলেন খুব শিগগিরই উপজেলা বিএনপির কমিটি দেওয়া হবে সেই কমিটিতে মাদক ব্যবসায়ী, চাঁদাবাজ, টেন্ডার বাজ, বালু খেকো লাঠিয়াল দের স্থান হবেনা। মেধাবীরা অভিমান করে থাকলে হবেনা সবাইকে এগিয়ে আসতে হবে। উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক হুসাইন মোহাম্মদ মহসিনের সঞ্চালনায় সভায় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত আহবায়ক আব্দুল অদুদ মুন্সি, সদস্য সচিব আজহারুল হক শাহিন, যুগ্ম আহবায়ক শহিদুল্লাহ সরকার, উপজেলা মহিলা দলের সাবেক সভাপতি, মানবাধিকার নেত্রী ফাতেমা আক্তার খানম, শাহাবুদ্দিন, উপজেলা যুবদলের সাবেক সভাপতি জালাল আহমেদ, আব্দুল মতিন, জহিরুল ইসলাম, এডভোকেট কামরুজ্জামান, আব্দুল গাফফার, বিশিষ্ট সাংবাদিক আব্দুল মালেক, যুবদল নেতা মাসরুল হক, কুমিল্লা উত্তর জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক মহসিন ভুইয়া, চালিভাঙ্গা ইউনিয়ন যুবদলের সভাপতি আরিফ, উপজেলা ছাত্রদলের যুগ্ম আহবায়ক কেফায়েত উল্লাহ, মাহাবুব হাসান স হ বিএনপির সর্বস্তরের নেতৃবৃন্দ সহ অন্যরা। এ সময় বক্তারা রামপ্রসাদের চরের মানুষকে ঐক্যবদ্ধ থাকতে বলেছেন। অন্যদিকে রামপ্রসাদের চর গ্রামের পক্ষে এডভোকেট কামরুজ্জামান বলেন আমরা ঐক্যবদ্ধ আছি। প্রতিটি ঘরে ঘরে গিয়ে রাতে বলেছি কিন্তু নলচরের লোকজনের ভয়ে সবাই উপস্থিত হয়নি। অধ্যক্ষ সেলিম বলেন যারা বালু কাটে তাদের নাম বিএনপিতে আছে কিন্তু তাদেরকেতো আমি বানাইনি, তারা আগে থেকেই দলে ছিল, সে সময় বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড.মোশাররফ হোসেন সাহেব এ এলাকার সাংগঠনিক বিষয় টি দেখতেন। বালু উত্তোলন কারীদের দল থেকে শোকজ করা হয়েছে তারা জবাব দিয়েছে এটা তাদের পারিবারিক দ্বন্দ্ব, আর এখন কাউকে বহিষ্কার করতে হলে সরাসরি কেন্দ্রের অনুমতি লাগবে।


আপনার মতামত লিখুন :

মন্তব্য বন্ধ আছে।


ফেসবুকে আমরা