May 8, 2025, 10:12 am
সর্বশেষ:

মেঘনায় বাথরুমে ব্যবহৃত মালামাল সহ আসবাবপত্র চুরি!

মেঘনা প্রতিনিধি।।

মেঘনায় বাথরুমের ব্যবহৃত মালামাল সহ আসবাবপত্র ও  অন্যান্য মালামাল চুরির অভিযোগ পাওয়া গেছে। গত ৫ মার্চ রাতেউপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সের পিছনে মোছাম্মৎ বকুল আক্তারের বাসায় এ চুরি সংঘটিত হয়েছে। আজ বৃহস্পতিবার (৮মে) থানা সূত্রে এ তথ্য নিশ্চিত করা হয়েছে। বাড়িতে কেউ না থাকায় রাতে কেচি গেইটের তালা ভেঙ্গে রাতের আধারে ঘর থেকে খাট,সোফা, ড্রেসিং টেবিল , কম্বল, কাপড়-চোপড় এমনকি বাথরুমের কলও নিয়ে যায় চোরেরা । এ বিষয়ে বকুল আক্তার মেঘনা থানায় একটি অভিযোগ দায়ের করেন।আইনশৃঙ্খলা অবনতির ফলে নাগরিকরা চরম উদ্বেগের কথা জানিয়েছেন।


আপনার মতামত লিখুন :

মন্তব্য বন্ধ আছে।


ফেসবুকে আমরা