May 14, 2025, 2:10 pm

গজারিয়ায় শীর্ষ সন্ত্রাসী সৈকত গ্রেফতার

ওসমান গনি :

মুন্সীগঞ্জের গজারিয়ার আলোচিত লালু-সৈকত গ্রুপের সেকেন্ড ইন কমান্ড তৌফিকুর রহমান ওরফে সৈকতকে আটক করেছে পুলিশ।

গজারিয়া থানা সূত্রে জানা যায়, বুধবার (১৪ মে) দুপুর পৌনে দুইটার দিকে গজারিয়া উপজেলার ভাটেরচর নতুন রাস্তা এলাকার শফিকের গ্যারেজ থেকে তাকে আটক করা হয়। দীর্ঘদিন ধরে তাকে আটকের চেষ্টা চালিয়ে যাচ্ছিল পুলিশ।

আটক তৌফিকুর রহমান ওরফে সৈকত(২৭) গজারিয়া উপজেলার ইমামপুর ইউনিয়নের হোগলাকান্দি গ্রামের সাইফুল ইসলাম ওরফে সাইফুল্লাহ প্রধানের ছেলে বলে জানা গেছে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে গজারিয়া থানার অফিসার ইনচার্জ মো. আনোয়ার আলম আজাদ বলেন, সৈকত গজারিয়ার শীর্ষ সন্ত্রাসী। অস্ত্র, মারামারিসহ বিভিন্ন অভিযোগে তার বিরুদ্ধে ১০টি মামলা রয়েছে।


আপনার মতামত লিখুন :

মন্তব্য বন্ধ আছে।


ফেসবুকে আমরা