ডেস্ক রিপোর্ট।।
প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস উপদেষ্টা হওয়ার পর প্রথমবারের মতো চট্টগ্রামে সফর করেছেন। বুধবার (১৪ মে) সকালে তিনি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ফ্লাইটযোগে চট্টগ্রাম শাহ আমানত বিমানবন্দরে পৌঁছান।
এটি প্রধান উপদেষ্টার প্রথম সরকারি সফর তাঁর নিজ জেলা চট্টগ্রামে, যেখানে জেলা প্রশাসন ব্যাপক প্রস্তুতি গ্রহণ করেছে। দিনের কর্মসূচি শুরু হবে চট্টগ্রাম বন্দর পরিদর্শন দিয়ে।
এরপর তিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের পঞ্চম সমাবর্তন অনুষ্ঠানে যোগ দেবেন, যেখানে তিনি সমাবর্তন বক্তা হিসেবে উপস্থিত থাকবেন। তিনি ওই বিশ্ববিদ্যালয়ে অর্থনীতি বিভাগে শিক্ষকতা জীবন শুরু করেছিলেন।
সফরের শেষ অংশে তিনি হাটহাজারী উপজেলার শিকারপুর ইউনিয়নের বাথুয়া গ্রামে তাঁর পৈতৃক বাড়ি পরিদর্শন করবেন। তাঁর এই সফর দেশের উন্নয়ন ও সমাজের জন্য ইতিবাচক অবদান রাখবে বলে আশা করা হচ্ছে।