May 15, 2025, 11:45 pm

মেঘনায় ৩ প্রতিষ্ঠানকে ভ্রাম্যমাণ আদালতের জরিমানা

 

কিরনর রশিদ।।
কুমিল্লার মেঘনা উপজেলায় ৩ টি প্রতিষ্ঠানকে অর্থদন্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। আজ বৃহস্পতিবার (১৫ মে)

অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য প্রস্তুত ও পরিবেশন এবং লাইসেন্স ও মেয়াদহীন বেকারি পণ্য বিক্রির দায়ে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট লুৎফুন নাহার শারমীন এ দন্ড প্রদান করেছেন। প্রসিকিউশনের দায়িত্বে ছিলেন উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর মো. ইব্রাহীম খলিল।অভিযানের শুরুতে উপজেলার মানিকারচর বাজারে একটি হোটেলে গিয়ে দেখা যায়, খাবার প্রস্তুত ও পরিবেশনে মানা হচ্ছে না স্বাস্থ্যবিধি। রান্নাঘরে নেই সুষ্ঠু পরিচ্ছন্নতা, পাত্র-বাসন অপরিচ্ছন্ন এবং পরিবেশও অস্বাস্থ্যকর। এ কারণে হোটেলটিকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর ৫২ ধারায় ২ হাজার ও একই বাজারের আরও একটি হোটেলেও প্রায় একই অবস্থা পরিলক্ষিত হওয়ায় তাকে ১ হাজার টাকা জরিমানা করেন আদালত। পরবর্তী ধাপে উপজেলা বাসস্ট্যান্ড সংলগ্ন একটি বেকারিতে অভিযান চালানো হয়।


আপনার মতামত লিখুন :

মন্তব্য বন্ধ আছে।


ফেসবুকে আমরা