August 24, 2025, 10:18 am
সর্বশেষ:
স্বাধীন সাংবাদিকতার পথে সবচেয়ে বড় বাধা মহাসড়কে অপরিকল্পিত ইউ-টার্ন: দুর্ঘটনার বড় কারণ জনগণ নির্বাচনমুখী হলে কোনো ষড়যন্ত্র কাজে আসবে না: স্বরাষ্ট্র উপদেষ্টা সরকার হুকুমমতো কাজ করাতে চাইলে চেয়ারে থাকব না : সিইসি কুমিল্লার আসন পুনর্বিন্যাসের খসড়া গ্যাজেট নিয়ে গণশুনানি: উত্তপ্ত রাজনৈতিক ময়দান মাওয়া পদ্মার পারে যুবদল–ছাত্রদল নেতৃবৃন্দের ইলিশ ভোজ স্থানীয় স্বঘোষিত ন্যায়পাল ও সমাজে বিচারব্যবস্থার স্বচ্ছতার অভাব মেঘনা উপজেলায় স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠা বার্ষিকী পালিত সাত-আটজন পালালেও ধরা পড়লো এক চাঁদাবাজ তৃণমূলের নেতৃত্বে স্থবিরতা: গণতন্ত্র ও নতুন নেতৃত্ব তৈরির সংকট

তিতাসে দুই মেয়েকে হত্যা করে  বাবার আত্মহত্যার চেষ্টা

নিজস্ব প্রতিবেদক।।

কুমিল্লার তিতাস উপজেলায় বাক্‌প্রতিবন্ধী দুই মেয়েশিশুকে হত্যার অভিযোগ উঠেছে এক বাবার বিরুদ্ধে। এ সময় তিনি আত্মহত্যার চেষ্টা করেন। আজ সোমবার(৯জুন) সকালে উপজেলার তুলাকান্দি এলাকায় এ ঘটনা ঘটে। মৃত শিশুদের নাম মনিরা (১০) ও ফাতিহা (৬)।

অভিযুক্ত বাবা মনু মিয়া। তিনি নিজেও বাক্‌প্রতিবন্ধী। জানা গেছে, কীটনাশক খাইয়ে দুই মেয়েকে হত্যা করেছেন মনু মিয়া। মনু মিয়াকে  বর্তমানে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে । তবে তাঁর অবস্থাও আশঙ্কাজনক। ঘটনার সময় শিশুদের মা হাসিনা বেগম রান্নাঘরে নাশতা তৈরি করছিলেন।

তিতাস থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শহিদ উল্লাহ বলেন, ‘বাবা ও দুই মেয়ে তিনজনই বাক্‌প্রতিবন্ধী। দুই মেয়ের লাশ উদ্ধার করেছি। তাদের লাশ ময়নাতদন্ত করা হবে। বিষয়টি খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’

স্থানীয়দের দাবি, পরিবারের অসচ্ছলতা ও অভাব-অনটনের কারণেই বাবা দুই মেয়েকে নিয়ে আত্মহত্যার চেষ্টা করেন। বাক্‌প্রতিবন্ধী মনু মিয়া দীর্ঘদিন যাবৎ কোনো কাজকর্ম করতে পারেন না। তার মধ্যে দুই মেয়ে বাক্‌প্রতিবন্ধী। শারীরিক অবস্থা, দারিদ্র্য ও প্রতিবন্ধকতা নিয়ে তার ভেতরে হতাশা কাজ করছিল। এসব কারণে এ ঘটনা ঘটে থাকতে পারে।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. সরফরাজ হোসেন খান বলেন, ‘সকাল ৮টার দিকে মনু মিয়া এবং তার দুই মেয়েকে আমাদের এখানে আনা হয়। স্বাস্থ্য কমপ্লেক্সে আনার আগেই মনিরা ও ফাতিহার মৃত্যু হয়েছে। আমরা পুলিশের কাছে লাশ হস্তান্তর করেছি।


আপনার মতামত লিখুন :

মন্তব্য বন্ধ আছে।


ফেসবুকে আমরা