August 24, 2025, 4:42 am
সর্বশেষ:
স্বাধীন সাংবাদিকতার পথে সবচেয়ে বড় বাধা মহাসড়কে অপরিকল্পিত ইউ-টার্ন: দুর্ঘটনার বড় কারণ জনগণ নির্বাচনমুখী হলে কোনো ষড়যন্ত্র কাজে আসবে না: স্বরাষ্ট্র উপদেষ্টা সরকার হুকুমমতো কাজ করাতে চাইলে চেয়ারে থাকব না : সিইসি কুমিল্লার আসন পুনর্বিন্যাসের খসড়া গ্যাজেট নিয়ে গণশুনানি: উত্তপ্ত রাজনৈতিক ময়দান মাওয়া পদ্মার পারে যুবদল–ছাত্রদল নেতৃবৃন্দের ইলিশ ভোজ স্থানীয় স্বঘোষিত ন্যায়পাল ও সমাজে বিচারব্যবস্থার স্বচ্ছতার অভাব মেঘনা উপজেলায় স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠা বার্ষিকী পালিত সাত-আটজন পালালেও ধরা পড়লো এক চাঁদাবাজ তৃণমূলের নেতৃত্বে স্থবিরতা: গণতন্ত্র ও নতুন নেতৃত্ব তৈরির সংকট

মেঘনার গোবিন্দপুর ইউনিয়নে সামাজিক বিপর্যয় ঠেকাতে কার্যকর উদ্যোগ জরুরি

নিজস্ব প্রতিবেদক।।

মেঘনা উপজেলার গোবিন্দপুর ইউনিয়নের হাট, ঘাট, মাঠে সাম্প্রতিক সময়ে নানাবিধ সামাজিক অস্থিরতা ও বিপর্যয়ের আলামত স্পষ্ট হয়ে উঠছে। তুচ্ছ বিষয়কে বড় করে দলবেঁধে উপস্থাপন করা, মব সৃষ্টি করে অবৈধ পন্থায় অর্থ রোজগারের পথ তৈরি করা, মাদকাসক্তি, কিশোর গ্যাংয়ের দৌরাত্ম্য, বাল্যবিবাহ, পারিবারিক সহিংসতা এবং স্থানীয় রাজনীতির নেতিবাচক প্রভাবের কারণে সাধারণ মানুষ ভীত-সন্ত্রস্ত। সমাজের ভেতর একটি উদ্বেগজনক অবক্ষয়ের ধারা গড়ে উঠেছে, যা আগামী দিনে আরও বড় সংকটে রূপ নিতে পারে।

এই পরিস্থিতি থেকে উত্তরণের জন্য প্রশাসনের পাশাপাশি স্থানীয় জনপ্রতিনিধি, শিক্ষক, ধর্মীয় ও সামাজিক নেতৃবৃন্দকে সমন্বিত ভূমিকা পালন করতে হবে। স্কুল-কলেজে সচেতনতামূলক কার্যক্রম চালু করা, কিশোরদের জন্য খেলাধুলা ও সাংস্কৃতিক চর্চার সুযোগ বাড়ানো, মাদকবিরোধী অভিযান জোরদার করা এবং পারিবারিক বন্ধন মজবুত করতে কমিউনিটি সভা আয়োজনের উদ্যোগ নিতে হবে।

বিশেষ করে গোবিন্দপুর ইউনিয়নের প্রতিটি ওয়ার্ডে সামাজিক নজরদারিমূলক ‘সিভিল টাস্কফোর্স’ গঠন করে মাদক, গ্যাং কালচার ও সামাজিক অপরাধ ঠেকাতে পারিবারিক এবং প্রশাসনিক সমন্বয় গড়ে তুলতে হবে।একটি সুস্থ, নিরাপদ ও মানবিক সমাজ গড়তে হলে এখনই কার্যকর পদক্ষেপ গ্রহণ জরুরি, নতুবা গোবিন্দপুরের সামাজিক অবক্ষয় সামাল দেওয়া কঠিন হয়ে পড়বে।


আপনার মতামত লিখুন :

মন্তব্য বন্ধ আছে।


ফেসবুকে আমরা