দিলীপ দাস :
আজ ০১ জুলাই ২০২৫, সোমবার মেঘনা উপজেলার মুক্তিনগর বাজার ও হাসপাতাল সংলগ্ন এলাকায় মোবাইল কোর্ট পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) লুৎফুন নাহার শারমিন।
অভিযানকালে ঔষধ ও কসমেটিকস আইন ২০২৩ অনুযায়ী ধারা ৪০(খ) ও ৪০(গ) লঙ্ঘনের দায়ে বিভিন্ন মেডিকেল হলে মেয়াদোত্তীর্ণ ও নিষিদ্ধ ওষুধ বিক্রি এবং ফিজিশিয়ান স্যাম্পল সংরক্ষণ/বিক্রয়ের অভিযোগে মোট ৩৫,০০০ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।
জরিমানাকৃত প্রতিষ্ঠানসমূহের তালিকা:
মহসিন মেডিকেল হল – ৫,০০০ টাকা
আপন মেডিকেল হল – ১০,০০০ টাকা
সালমা মেডিকেল হল – ১০,০০০ টাকা
কর্ণফুলি মেডিকেল হল – ৫,০০০ টাকা
ইব্রাহীম মেডিকেল হল – ৫,০০০ টাকা
প্রশাসনের এ ধরনের অভিযান চলমান থাকবে বলে জানান মোবাইল কোর্ট পরিচালনাকারী নির্বাহী ম্যাজিস্ট্রেট। জনস্বাস্থ্য সুরক্ষায় এই পদক্ষেপকে সাধুবাদ জানিয়েছে এলাকাবাসী।