June 30, 2025, 6:14 pm
সর্বশেষ:
স্বামী-স্ত্রীর ভালোবাসার বিরল দৃষ্টান্ত: কিডনি দিচ্ছেন জীবনসঙ্গিনী এক ব্যক্তির বারো হাত : সবগুলোই গিরগিটির মতো সমাজে বিচরণ আনারপুর বাস স্ট্যান্ড টার্নিং পয়েন্টে প্রতিদিন দুর্ঘটনা, প্রতিকারে নেই কার্যকর পদক্ষেপ একজন উপদেষ্টার আশকারা পাচ্ছে মুরাদনগরের দুষ্কৃতকারীরা: মির্জা ফখরুল হয়রানিমূলক গ্রেপ্তার ও মামলা এড়াতে ফৌজদারি কার্যবিধি সংশোধন এনবিআরের শীর্ষ ৬ কর্মকর্তার দুর্নীতি অনুসন্ধানে দুদক পরকীয়া একটি সামাজিক বিপর্যয়, নিপীড়নের শিকার নারী চোরের মা’র বড় গলায় যে ক্ষতি হয় সমাজের মার্চ টু এনবিআর স্থগিত, অর্থ উপদেষ্টার সঙ্গে বৈঠকে বসছেন আন্দোলনকারীরা ৮ আগস্ট কোনো দিবস পালিত হচ্ছে না, ৫ আগস্ট পালিত হবে ‘গণঅভ্যুত্থান’ দিবস

স্বামী-স্ত্রীর ভালোবাসার বিরল দৃষ্টান্ত: কিডনি দিচ্ছেন জীবনসঙ্গিনী

  1. নিজস্ব প্রতিবেদক।।

মেঘনা উপজেলার মানিকার চর ইউনিয়নের লস্তিমানিকা গ্রামের বাসিন্দা সারোয়ার হোসেন বর্তমানে কিডনি রোগে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন। তাঁর জীবন বাঁচাতে জরুরি কিডনি প্রতিস্থাপন প্রয়োজন। এমন সময় পাশে দাঁড়িয়েছেন তাঁর জীবনসঙ্গিনী—নিজের কিডনি দিয়ে স্বামীর প্রাণ বাঁচাতে এগিয়ে এসেছেন স্ত্রী। স্ত্রীর নাম জানা সম্ভব হয়নি।

এই বিরল ও নিঃস্বার্থ ভালোবাসার নজির এখন আলোচনায়। সামাজিক যোগাযোগমাধ্যমে ৩০ জুন সারোয়ার হোসেন নিজ আইডি থেকে পোস্ট দিয়ে এ তথ্য  জানিয়েছেন, তিনি ও তাঁর স্ত্রী দুজনেই কিডনি হাসপাতালে ভর্তি হয়েছেন। পোস্টে তিনি সবার কাছে দোয়া চেয়েছেন।

মানবিক এই গল্প শুধু চিকিৎসা বা রোগের কথা নয়, এটি বিশ্বাস, আত্মত্যাগ ও নিখাঁদ ভালোবাসার প্রতিচ্ছবি। স্বামী-স্ত্রীর এ দৃঢ় সম্পর্ক সমাজে এক অনন্য দৃষ্টান্ত হয়ে উঠেছে।

সামাজিক যোগাযোগ মাধ্যমে সকল শ্রেনী পেশার মানুষ সারোয়ার হোসেন দ্রুত সুস্থ হয়ে উঠুন, তাঁদের এই মেলবন্ধন চির অটুট থাকুক এই কামনা করেছেন । সমাজে এমন ভালোবাসা ও আত্মত্যাগের গল্প আরও ছড়িয়ে পড়ুক, মানুষ হোক আরও মানবিক। জয় হোক মানবতার।

 


আপনার মতামত লিখুন :

মন্তব্য বন্ধ আছে।


ফেসবুকে আমরা