বিপ্লব সিকদার।।
আমি শূন্য, দেওয়ার কিছু নেই —
হৃদয়ে নেই আর দহন পোষার,
ভালোবাসা ছিল কি সত্যিই?
নাকি কেবলই প্রতারকের ভাষার?
কলঙ্কের বোঝার ভাগ দিতে নেই —
এ দায় আমি একাই বই,
যে আঘাত তুমি দিলে চুপিচুপি,
তার প্রতিধ্বনি আজো জেগে রই।
ভালো লাগা ছিলো, হয়তো, ভুলে যাওয়া,
তবু কেন বুকের ভেতর
ছেঁড়া চিঠির মতো তুমি রয়ে যাও
নিঃশব্দ এক গোপন অন্তর?
আমি শূন্য, তাই জোরে বলি —
এ শূন্যতা আমার অহংকার,
দুঃখ দিয়ে গড়া আমার মন্দির,
তাতে নেই আর ভালোবাসার ভার।
তুমি যদি চাও, ভুলে যেও আমায় —
আমি তো মুছে ফেলেছি নাম,
আমার নয়নে এখন শুধুই নীরব —
তুমি নেই, নেই কোনো অভিমান।