July 16, 2025, 11:01 pm

মেঘনায় খাস জমি উদ্ধার করেছে ভ্রাম্যমাণ আদালত

 

মেঘনা (কুমিল্লা) প্রতিনিধি:

কুমিল্লার মেঘনা উপজেলার সেনেরচর মৌজার শিবনগর গ্রামে সরকারি খাস জমি থেকে অবৈধ দখল উচ্ছেদ করেছে ভ্রাম্যমাণ আদালত।

মঙ্গলবার (১৫ জুলাই) দুপুরে এ অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট লুৎফুন নাহার শারমীন। অভিযানকালে তাকে সহযোগিতা করেন মেঘনা থানা পুলিশের একটি টিম।

জানা গেছে, ৩৭/২৪-২৫ নম্বর উচ্ছেদ মামলার ভিত্তিতে পরিচালিত এ অভিযানে ১ নম্বর খাস খতিয়ানে অন্তর্ভুক্ত .০১২৪ একর পথ চলাচলের জমি উদ্ধার করা হয়। দীর্ঘদিন ধরে স্থানীয়ভাবে এ জমিটি অবৈধভাবে দখল করে রাখা হয়েছিল, যার ফলে সাধারণ মানুষের চলাচলে বিঘ্ন ঘটছিল।এ বিষয়ে সহকারী কমিশনার (ভূমি) লুৎফুন নাহার শারমীন বলেন, সরকারি খাস জমি দখলমুক্ত রাখতে আমরা জিরো টলারেন্স নীতিতে কাজ করছি। কেউ যদি অবৈধভাবে সরকারি জমি দখল করে, তার বিরুদ্ধে আইনানুগ কঠোর ব্যবস্থা নেওয়া হবে। ভূমির সুষ্ঠু ব্যবহার নিশ্চিত করতে আমাদের নিয়মিত মনিটরিং অব্যাহত থাকবে।উল্লেখ্য, মেঘনা উপজেলা প্রশাসন এর আগেও একাধিকবার সরকারি খাস জমি উদ্ধার ও সংরক্ষণে অভিযান পরিচালনা করেছে।

সূত্র : খোলা কাগজ


আপনার মতামত লিখুন :

মন্তব্য বন্ধ আছে।


ফেসবুকে আমরা