August 26, 2025, 6:33 am

টাঙ্গাইলে দুদকের গণশুনানি

নিজস্ব প্রতিবেদক।।

‘সবাই মিলে গড়বো দেশ, দুর্নীতিমুক্ত বাংলাদেশ’ এই শ্লোগানকে সামনে রেখে দুর্নীতি দমন কমিশনের (দুদক) ১৮২তম গণশুনানি টাঙ্গাইলে অনুষ্ঠিত হয়েছে।
দুর্নীতি দমন কমিশনের সমন্বিত জেলা কার্যালয় টাঙ্গাইলের আয়োজনে এবং টাঙ্গাইল জেলা প্রশাসন এর সহযোগিতায়  (২৫ আগস্ট, ২৫) জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে এ গণশুনানি হয়।

গণশুনানিতে প্রধান অতিথি ছিলেন দুর্নীতি দমন কমিশনের কমিশনার (তদন্ত) মিঞা মুহাম্মদ আলি আকবার আজিজী।

প্রধান অতিথির বক্তৃতায় দুদক কমিশনার বলেন, অসংগতি, অনিয়ম ও দুর্নীতি দেখলে তা প্রতিরোধে সোচ্চার হোন। সরকারি দপ্তরসমূহে সেবা পাওয়া আপনার অধিকার। সেবাপ্রাপ্তি থেকে বঞ্চিত হলে দুর্নীতি দমন কমিশনে লিখিত অথবা টোল ফ্রি হট লাইন নম্বর ১০৬ এ জানান। সবাই সচেতন হোন, অনিয়ম- দুর্নীতি প্রতিরোধে এগিয়ে আসুন।

জেলা প্রশাসক শরীফা হক এর সভাপতিত্বে দুদকের মহাপরিচালক (প্রতিরোধ) মো. আকতার হোসেন, মহাপরিচালক (তদন্ত -১) মুহাম্মদ রেজাউল কবীর, টাঙ্গাইলের পুলিশ সুপার মো. মিজানুর রহমান এবং দুদকের ঢাকা বিভাগীয় পরিচালক ড. জহিরুল হুদা বক্তৃতা করেন।

সামাজিক সচেতনতা সৃষ্টি, সরকারি, স্বায়ত্তশাসিত দপ্তর- সংস্থাসমূহের কর্মচারীদের স্বচ্ছতা-জবাবদিহিতা নিশ্চিত করা, সেবার মান বৃদ্ধি, সেবাগ্রহিতাদের হয়রানী রোধ এবং দুর্নীতি প্রতিরোধের লক্ষ্যে দুদক সারাদেশে গণশুনানির আয়োজন করে।

আজকের গণশুনানিতে ২৯টি সরকারি, স্বায়ত্তশাসিত, বেসরকারি দপ্তরের বিরুদ্ধে ১৫১ অভিযোগের মধ্যে দুদকের তফসিলভুক্ত অপরাধের অন্তর্ভুক্ত ছিল ৮৬টি। গণশুনানিতে ৬৯টি অভিযোগের শুনানি অনুষ্ঠিত হয়। এর মধ্যে ০৬টি অভিযোগের বিষয়ে দুদকের অনুসন্ধান এবং ৩৮টি অভিযোগের বিষয়ে বিভাগীয়ভাবে নিষ্পত্তির সিদ্ধান্ত দেয়া হয় এবং তাৎক্ষণিক সমাধান দেয়া হয়। আদালতে মামলা থাকায় ০৭ অভিযোগের সিদ্ধান্ত দেয়া সম্ভব হয়নি। বাকী অভিযোগগুলো সমন্বিত জেলা কার্যালয় পর্যালোচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে।


আপনার মতামত লিখুন :

মন্তব্য বন্ধ আছে।


ফেসবুকে আমরা