নিজস্ব প্রতিবেদক।।
দুর্নীতি দমন কমিশনের (দুদক) এনফোর্সমেন্ট ইউনিট বুধবার (২৭ আগস্ট) রাজধানী ঢাকা, খাগড়াছড়ি ও কিশোরগঞ্জে পৃথক তিনটি অভিযানে বিভিন্ন খাতে দুর্নীতি ও অনিয়মের চিত্র উন্মোচন করেছে। দুদকের জনসংযোগ দপ্তর সূত্রে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।
ঢাকা ওয়াসা প্রকল্পে অনিয়ম
রাজধানীর ঢাকা ওয়াসার দাশেরকান্দি পয়োবর্জ্য শোধনাগার প্রকল্পের পরিকল্পনা ও বাস্তবায়নে দুর্নীতি ও অনিয়মের অভিযোগে দুদকের প্রধান কার্যালয় থেকে একটি টিম অভিযান চালায়। অভিযানে প্রকল্প পরিচালকের সঙ্গে আলোচনা করে প্রাথমিক তথ্য ও কিছু নথি সংগ্রহ করা হয়। বাকি তথ্যের জন্য চাহিদাপত্র প্রদান করা হয়েছে। তথ্য-উপাত্ত পর্যালোচনা শেষে কমিশনে পূর্ণাঙ্গ প্রতিবেদন দাখিল করা হবে।
খাগড়াছড়িতে কৃষি সম্প্রসারণ কর্মকর্তার দুর্নীতি তদন্ত
খাগড়াছড়ি জেলার কৃষি সম্প্রসারণ কর্মকর্তার লাগামহীন দুর্নীতির অভিযোগে দুদকের সমন্বিত জেলা কার্যালয়, রাঙ্গামাটি একটি এনফোর্সমেন্ট অভিযান পরিচালনা করে। এ সময় খাগড়াছড়ি সদর ও পানছড়ি উপজেলা কৃষি অফিসে গিয়ে সংশ্লিষ্ট ডকুমেন্টস যাচাই-বাছাই করা হয়। জেলা পরিষদ থেকে বরাদ্দ পাওয়া হারিয়ে যাওয়া রাইস হারভেস্টার সংক্রান্ত নথিও সংগ্রহ করা হয়েছে। প্রাথমিক অনুসন্ধানে অভিযোগের সত্যতা পাওয়া যাওয়ায় কৃষি অধিদপ্তরের উপপরিচালক, রাঙ্গামাটিকে বাকি তথ্য প্রদানের জন্য নির্দেশ দেওয়া হয়েছে।
কিশোরগঞ্জের স্বাস্থ্য কমপ্লেক্সে সেবায় অনিয়ম
কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাসেবায় অনিয়ম ও রোগী হয়রানির অভিযোগে দুদক জেলা কার্যালয় অভিযান চালায়। তদন্তে দেখা যায়, হাসপাতালের খাবার সরবরাহে অনিয়ম, অপরিচ্ছন্ন পরিবেশ, আউটসোর্সিং কর্মীদের ব্যবস্থাপনায় অব্যবস্থাপনা বিরাজ করছে। সরকারি ওষুধ পর্যাপ্ত মজুদ থাকা সত্ত্বেও রোগীদের বাইরে থেকে ওষুধ কিনতে বাধ্য করা হয়। সচল এক্সরে মেশিন থাকা সত্ত্বেও রোগীদের বাইরে পরীক্ষা করতে পাঠানো হয়। অনুমোদিত ৩০ জন চিকিৎসকের স্থলে মাত্র ৫ জন কর্মরত থাকায় রোগীরা চরম ভোগান্তিতে পড়ছেন। এছাড়া হাসপাতালের অ্যাম্বুলেন্সের জ্বালানি ব্যবহারে গরমিল পাওয়া গেছে।
দুদকের সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, অভিযানে সংগৃহীত তথ্য-উপাত্ত যাচাই-বাছাই শেষে কমিশনের কাছে বিস্তারিত প্রতিবেদন দাখিল করা হবে।