October 13, 2025, 11:33 pm
সর্বশেষ:
সাহসিকতায় অনন্য নজির: পিপিএম পদকে ভূষিত হলেন এসআই খাজু মিয়া নির্বাচনী দায়িত্বে দক্ষতা বৃদ্ধিতে পুলিশের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত নিজের বিবেক লিজ দেবেন না: দুদক কমিশনার তিতাস নদীতে ভাসছে ‘মিস্ট্রি হাউস’, কৌতূহল ছড়াচ্ছে চারপাশে মেঘনার দম্পতি সড়ক দুর্ঘটনায় নিহত — এলাকায় শোকের মাতম মেঘনায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবসে ভূমিকম্প ও অগ্নিকাণ্ড বিষয়ে মহড়া, র‍্যালি ও আলোচনা গজারিয়ার আনার পুর পরিকল্পিত ইউটার্ণের অভাবে মহাসড়ক এখন মৃত্যুফাঁদ হোমনা পৌরসভার প্রশাসক ঘুমাচ্ছেন? চাঁদপুর নৌ পুলিশের সপ্তম দিনের অভিযানে ৫০ জেলে গ্রেফতার নদীতে ঝোপ: মেঘনাবাসীর সংস্কৃতি না নদী হত্যার বৈধ অজুহাত?

সময়ের দ্বৈত সত্য

বিপ্লব সিকদার।। 

মানুষের জীবনকে আমরা প্রায়শই সময়ের ঘড়িতে মেপে দেখি। কেউ বলে, দিন শেষ হয়ে এসেছে এখন আর কিছু করার নেই। আবার কেউ একই মুহূর্তে দেখে নতুন ভোরের সূচনা, সম্ভাবনার অসীম দিগন্ত। এ দ্বৈত দৃষ্টিভঙ্গিই মানুষকে ভিন্ন ভিন্ন বাস্তবতায় বাঁচতে শেখায়।“সন্ধ্যা হয়ে গেছে”এই বাক্য একধরনের সমর্পণ, হাল ছেড়ে দেওয়া বা ক্লান্তির প্রতীক। যারা জীবনের প্রতিকূলতায় ক্ষতবিক্ষত, তাদের কাছে প্রতিটি মুহূর্ত একেকটি অবসানের পূর্বাভাস। তাই তারা দিনকে দেখে নিভে যাওয়া প্রদীপের মতো।

অন্যদিকে“মাত্র সকাল দেখাচ্ছে”এ দৃষ্টিভঙ্গি হলো নবজাগরণের প্রতীক। যারা বিশ্বাস করে, প্রতিটি মুহূর্তে নতুন করে শুরু করা যায়, তারা দিনকে দেখে সূর্যের আলোয় ভরা নতুন পথচলা হিসেবে। তাদের চোখে সকাল শেষ হয়ে গেলেও, ভেতরের আশা ও স্বপ্ন প্রতিনিয়ত নতুন সূর্যোদয় ঘটায়।আসলে জীবন একই সঙ্গে সকালও, সন্ধ্যাও। পার্থক্য শুধু চোখের ভেতরকার আলোয়। যে চোখ আশার দীপ্তিতে ভরা, তার কাছে প্রতিটি মুহূর্তই সকাল। আর যে চোখ ক্লান্তি আর পরাজয়ের অন্ধকারে ঢেকে যায়, তার কাছে একই মুহূর্ত সন্ধ্যা হয়ে ওঠে।এখানেই সময়ের দার্শনিক সত্য:সময় একটিই, কিন্তু দৃষ্টিভঙ্গি বহুমাত্রিক।


আপনার মতামত লিখুন :

মন্তব্য বন্ধ আছে।


ফেসবুকে আমরা