হোমনা (কুমিল্লা) প্রতিনিধি।।
কুমিল্লার হোমনায় পুলিশের অভিযানে ১১ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারিকে আটক করা হয়েছে। বৃহস্পতিবার (২৮ আগস্ট ২০২৫) উপজেলার ভাষানিয়া ইউনিয়নের কাশিপুর এলাকায় এ অভিযান চালানো হয়।
আটকৃতরা হলেন ব্রাহ্মণবাড়িয়া জেলার কসবা থানার বায়েক গ্রামের মৃত হরেন্দ্র সরকারের ছেলে মদন সরকার (৩৩) এবং একই এলাকার গিয়াস উদ্দিনের ছেলে শাকিল (১৯)।পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে এসআই (নিরস্ত্র) মো. শরিফুল ইসলামের নেতৃত্বে কাশিপুর গ্রামের ভাই ভাই মৎস্য খামারের সামনে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। এসময় তাদের কাছ থেকে ১১ কেজি গাঁজা উদ্ধার করা হয়।হোমনা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. রফিকুল ইসলাম জানান, আটক ব্যক্তিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।