September 3, 2025, 6:52 am

তিন খাতে অনিয়মে দুদকের অভিযান

বিপ্লব সিকদার।। 

দুর্নীতি দমন কমিশনের (দুদক) এনফোর্সমেন্ট ইউনিট গতকাল (০১ সেপ্টেম্বর ২০২৫) দেশের তিনটি স্থানে পৃথক অভিযান পরিচালনা করেছে। কক্সবাজারের খুরুশকুল বিশেষ আশ্রয়ণ প্রকল্প, জাতীয় ক্রীড়া পরিষদের স্টেডিয়াম ফ্লাডলাইট প্রকল্প এবং পাবনার ভাঙ্গুড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পরিচালিত এসব অভিযানে প্রাথমিকভাবে দুর্নীতি ও অনিয়মের সত্যতা পাওয়া গেছে। দুদকের জনসংযোগ দপ্তর সূত্রে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

কক্সবাজার আশ্রয়ণ প্রকল্প

জলবায়ু উদ্বাস্তুদের জন্য নির্মিত বহুল আলোচিত খুরুশকুল বিশেষ আশ্রয়ণ প্রকল্পে দুর্নীতি ও অব্যবস্থাপনার অভিযোগের প্রেক্ষিতে দুদক কক্সবাজার জেলা প্রশাসকের কার্যালয় ও বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের কার্যালয় থেকে প্রকল্প-সংক্রান্ত রেকর্ড সংগ্রহ করে।অভিযানকালে সুবিধাভোগী ও ভাড়াটিয়াদের বক্তব্য গ্রহণ করা হয়। ফ্ল্যাট ভাড়া, বিক্রি, নামে-বেনামে বরাদ্দ ও অবৈধ দখলের অভিযোগে প্রাথমিক সত্যতা পাওয়া গেছে বলে টিম জানিয়েছে।


আপনার মতামত লিখুন :

মন্তব্য বন্ধ আছে।


ফেসবুকে আমরা