বিপ্লব সিকদার :
ঢাকার নবাবগঞ্জ উপজেলার বান্দুরা এলাকায় ইছামতী নদীর উপর নির্মাণাধীন ২৭০ মিটার দীর্ঘ সেতু প্রকল্পে অনিয়ম ও দুর্নীতির প্রাথমিক সত্যতা পেয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। অভিযোগের প্রেক্ষিতে বৃহস্পতিবার সকালে দুদক একটি এনফোর্সমেন্ট অভিযান পরিচালনা করে।
দুদকের জনসংযোগ দপ্তর সূত্রে জানা যায়, প্রথমে দুদকের ঢাকা-২ জেলা কার্যালয়ের এনফোর্সমেন্ট টিম রাজধানীর আগারগাঁওয়ে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) নির্বাহী প্রকৌশলীর কার্যালয়ে গিয়ে প্রকল্প-সংশ্লিষ্ট নথিপত্র পর্যালোচনা করে। এরপর টিম সরেজমিনে নবাবগঞ্জ গিয়ে সেতুর নির্মাণ কাজ পর্যবেক্ষণ করে।
সরেজমিন তদন্তে দেখা যায়, সেতুর মোট ৯টি স্প্যানের মধ্যে ৮টির কাজ সম্পন্ন হলেও মাঝখানে আর্চ স্প্যানের কাজ এখনো বাকি রয়েছে। অথচ দাপ্তরিক নথিতে প্রকল্পের কাজের অগ্রগতি ৯৫ শতাংশ দেখানো হয়েছে এবং এর ভিত্তিতে সর্বমোট প্রায় ৫০ কোটি ৮৪ লাখ ২৯ হাজার টাকা বিল পরিশোধ করা হয়েছে।
দুদকের প্রাথমিক পর্যবেক্ষণে কাজ পুরোপুরি শেষ না হওয়া সত্ত্বেও বিল পরিশোধের ঘটনা অনিয়মের সুস্পষ্ট ইঙ্গিত বহন করে।
দুদকের এনফোর্সমেন্ট টিম জানিয়েছে, অভিযোগ-সংশ্লিষ্ট অন্যান্য রেকর্ডপত্র পর্যালোচনা শেষে তদন্তসাপেক্ষে পূর্ণাঙ্গ প্রতিবেদন কমিশনের নিকট জমা দেওয়া হবে।