নিজস্ব প্রতিবেদক।।
দুর্নীতি দমন কমিশন (দুদক) আজ মঙ্গলবার দেশের তিনটি গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানে অনিয়ম ও দুর্নীতির অভিযোগে পৃথক এনফোর্সমেন্ট অভিযান পরিচালনা করেছে। অভিযানে ক্রীড়া পরিদপ্তর, চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং গাজীপুরের বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট (বিএআরআই)-এ বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির প্রাথমিক প্রমাণ পাওয়া গেছে। দুদক সূত্রে এ তথ্য নিশ্চিত করা হয়েছে। যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের আওতাধীন ক্রীড়া পরিদপ্তরের বিরুদ্ধে অভিযোগ রয়েছে সারাদেশে বার্ষিক ক্রীড়া কর্মসূচি বাস্তবায়নে অনিয়মের মাধ্যমে বরাদ্দকৃত সরকারি অর্থ আত্মসাত করা হয়েছে। এ প্রেক্ষিতে দুদক প্রধান কার্যালয় ঢাকা থেকে একটি এনফোর্সমেন্ট টিম আজ অভিযান চালায়। অভিযানে টিম ক্রীড়া পরিদপ্তর থেকে অভিযোগ সংশ্লিষ্ট আংশিক রেকর্ডপত্র সংগ্রহ করে এবং প্রাথমিক যাচাইয়ে অনিয়মের সত্যতা পায়। পরবর্তীতে পূর্ণাঙ্গ রেকর্ড সংগ্রহ ও বিশ্লেষণ শেষে কমিশন বরাবর বিস্তারিত প্রতিবেদন দাখিল করা হবে। চুয়াডাঙ্গা জেলার দামুড়হুদা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অস্ত্রোপচার ও অপারেশন থিয়েটারের খরচ বাবদ ভুয়া ব্যয় দেখিয়ে কয়েক কোটি টাকা আত্মসাত, রোগীদের জন্য বরাদ্দকৃত ওষুধ বিতরণে অনিয়মসহ নানা অভিযোগের প্রেক্ষিতে দুদক সমন্বিত জেলা কার্যালয় ঝিনাইদহ থেকে একটি দল অভিযান চালায়। অভিযানকালে টিম অপারেশন থিয়েটার, জরুরি বিভাগ, ওয়ার্ড ও ক্যান্টিন পরিদর্শন করে এবং রোগীদের খাদ্য সরবরাহে অনিয়ম পায়। এছাড়া এমএসআর পণ্য ক্রয় সংক্রান্ত নথি, বিল ভাউচারসহ প্রাসঙ্গিক রেকর্ডপত্র সংগ্রহ করা হয়। সংগৃহীত নথিপত্র পর্যালোচনার পর পূর্ণাঙ্গ প্রতিবেদন কমিশন বরাবর দাখিল করা হবে। বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট (বিএআরআই) গাজীপুরে বিভিন্ন গবেষণা প্রকল্প বাস্তবায়ন ও কর্মচারী নিয়োগে অনিয়মের অভিযোগের ভিত্তিতে দুদক সমন্বিত জেলা কার্যালয় গাজীপুর একটি অভিযান পরিচালনা করে। অভিযানকালে এনফোর্সমেন্ট টিম বিএআরআই-এর অধীন ১৭টি বিভাগের সকল গবেষণা প্রকল্প ও নিয়োগ প্রক্রিয়ার তথ্য সংগ্রহ করে। সংগৃহীত রেকর্ড একযোগে বিশ্লেষণ শেষে কমিশন বরাবর পূর্ণাঙ্গ প্রতিবেদন জমা দেওয়া হবে। আজকের অভিযানে তিনটি সেক্টরে ক্রীড়া, স্বাস্থ্য ও কৃষি গবেষণায় অনিয়মের প্রাথমিক প্রমাণ উদঘাটন হয়েছে। দুদক জানিয়েছে এসব অনিয়মের পূর্ণাঙ্গ তদন্ত ও বিশ্লেষণ শেষে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।