October 13, 2025, 5:58 pm
সর্বশেষ:
সাহসিকতায় অনন্য নজির: পিপিএম পদকে ভূষিত হলেন এসআই খাজু মিয়া নির্বাচনী দায়িত্বে দক্ষতা বৃদ্ধিতে পুলিশের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত নিজের বিবেক লিজ দেবেন না: দুদক কমিশনার তিতাস নদীতে ভাসছে ‘মিস্ট্রি হাউস’, কৌতূহল ছড়াচ্ছে চারপাশে মেঘনার দম্পতি সড়ক দুর্ঘটনায় নিহত — এলাকায় শোকের মাতম মেঘনায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবসে ভূমিকম্প ও অগ্নিকাণ্ড বিষয়ে মহড়া, র‍্যালি ও আলোচনা গজারিয়ার আনার পুর পরিকল্পিত ইউটার্ণের অভাবে মহাসড়ক এখন মৃত্যুফাঁদ হোমনা পৌরসভার প্রশাসক ঘুমাচ্ছেন? চাঁদপুর নৌ পুলিশের সপ্তম দিনের অভিযানে ৫০ জেলে গ্রেফতার নদীতে ঝোপ: মেঘনাবাসীর সংস্কৃতি না নদী হত্যার বৈধ অজুহাত?

হোমনার প্রথম মেয়র হারুন মিয়ার কবর জিয়ারত করেন ড. খন্দকার মারুফ হোসেন

নিজস্ব প্রতিবেদক।।

কুমিল্লার হোমনা পৌরসভার প্রথম মেয়র, পৌর বিএনপির প্রতিষ্ঠাতা সভাপতি, হোমনা সদর ইউনিয়নের তিন বারের সাবেক চেয়ারম্যান ও ভারপ্রাপ্ত উপজেলা চেয়ারম্যান মরহুম হারুন মিয়ার কবর জিয়ারত করেছেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ড. খন্দকার মারুফ হোসেন।

শনিবার (৪ অক্টোবর) দুপুরে মরহুম হারুন মিয়ার পরিবারের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ শেষে তিনি কবর জিয়ারত করেন। পরে স্থানীয় নেতাকর্মীদের সঙ্গে এক আলোচনা সভায় অংশ নেন।

এ সময় উপস্থিত ছিলেন হোমনা উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক ও উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. জহিরুল ইসলাম জহর, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ও সাবেক উপজেলা চেয়ারম্যান এড. আজিজুর রহমান মোল্লা, দাউদকান্দি উপজেলা বিএনপির আহ্বায়ক এম এ লতিফ ভুইয়া, সদস্য সচিব ভিপি মো. জাহাঙ্গীর আলম, মেঘনা উপজেলা বিএনপির সাবেক সভাপতি রমিজ উদ্দিন লন্ডনী, যুবদল সভাপতি আতাউর রহমান ভুইয়া, বিএনপি নেতা মো. শহীদুল ইসলামসহ স্থানীয় নেতৃবৃন্দ।

সভায় মরহুম হারুন মিয়ার রাজনৈতিক অবদান স্মরণ করে তার রূহের মাগফিরাত কামনা ও পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করা হয়।

 


আপনার মতামত লিখুন :

মন্তব্য বন্ধ আছে।


ফেসবুকে আমরা