October 13, 2025, 12:45 pm
সর্বশেষ:
নির্বাচনী দায়িত্বে দক্ষতা বৃদ্ধিতে পুলিশের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত নিজের বিবেক লিজ দেবেন না: দুদক কমিশনার তিতাস নদীতে ভাসছে ‘মিস্ট্রি হাউস’, কৌতূহল ছড়াচ্ছে চারপাশে মেঘনার দম্পতি সড়ক দুর্ঘটনায় নিহত — এলাকায় শোকের মাতম মেঘনায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবসে ভূমিকম্প ও অগ্নিকাণ্ড বিষয়ে মহড়া, র‍্যালি ও আলোচনা গজারিয়ার আনার পুর পরিকল্পিত ইউটার্ণের অভাবে মহাসড়ক এখন মৃত্যুফাঁদ হোমনা পৌরসভার প্রশাসক ঘুমাচ্ছেন? চাঁদপুর নৌ পুলিশের সপ্তম দিনের অভিযানে ৫০ জেলে গ্রেফতার নদীতে ঝোপ: মেঘনাবাসীর সংস্কৃতি না নদী হত্যার বৈধ অজুহাত? সিআইডিতে ফরেনসিক তদন্ত বিষয়ে প্রশিক্ষণে ৬০ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেটের অংশগ্রহণ

সিআইডিতে ফরেনসিক তদন্ত বিষয়ে প্রশিক্ষণে ৬০ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেটের অংশগ্রহণ

ডেস্ক রিপোর্ট।।

সিআইডি সদর দপ্তর, মালিবাগে ফরেনসিক তদন্ত বিষয়ে দিনব্যাপী প্রশিক্ষণ কর্মসূচিতে অংশ নিয়েছেন ৬০ জন সহকারী জজ ও জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট পদমর্যাদার কর্মকর্তা। ফরেনসিক তদন্তে তাত্ত্বিক ও ব্যবহারিক জ্ঞান অর্জনের লক্ষ্যে বিচার প্রশাসন প্রশিক্ষণ ইনস্টিটিউটের ৫১তম বুনিয়াদি প্রশিক্ষণ কোর্সের অংশ হিসেবে তারা এই প্রশিক্ষণে অংশগ্রহণ করেন।

প্রশিক্ষণ কর্মসূচিতে প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত আইজিপি ও সিআইডি প্রধান মো. ছিবগাত উল্লাহ, বিপিএম, পিপিএম। সভাপতিত্ব করেন ডিআইজি (ফরেনসিক) মো. জমশের আলী।

প্রধান অতিথি বলেন, “পুলিশ ও বিচার বিভাগের ঘনিষ্ঠ সম্পর্ক ন্যায়বিচারকে আরও শক্তিশালী করে। আধুনিক বিচার ব্যবস্থায় ফরেনসিক বিজ্ঞান অপরিহার্য। সিআইডি এখন ফরেনসিক সক্ষমতার নতুন যুগে প্রবেশ করেছে।”

সভাপতির বক্তব্যে ডিআইজি (ফরেনসিক) বলেন, “বিজ্ঞানসম্মত উপায়ে প্রমাণ উপস্থাপন করে ন্যায়বিচার নিশ্চিতে সিআইডি দীর্ঘদিন ধরে পেশাদারিত্বের সাথে কাজ করছে।”

দিনব্যাপী এই প্রশিক্ষণে অংশগ্রহণকারীরা তাত্ত্বিক জ্ঞান অর্জনের পাশাপাশি সিআইডির ডিজিটাল ফরেনসিক, কেমিক্যাল ও জেনারেল ফরেনসিক ল্যাব পরিদর্শন করেন। প্রশিক্ষণ চলাকালীন সময়ে তারা ডিজিটাল ফরেনসিক, সাইবার ক্রাইমসহ নানা বিষয়ে প্রশ্ন করেন এবং বিশেষজ্ঞ কর্মকর্তাদের কাছ থেকে উত্তর পান।

অনুষ্ঠানে ডিআইজি (সিপিসি) মো. আবুল বাশার তালুকদার, অতিরিক্ত ডিআইজি (অর্গানাইজড ক্রাইম) আলি আকবর খানসহ সিআইডির অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বিচার প্রশাসন প্রশিক্ষণ ইনস্টিটিউটের পরিচালক (প্রশিক্ষণ) ও কোর্স পরিচালক সিনিয়র জেলা ও দায়রা জজ মো. ফারুকের নেতৃত্বে প্রশিক্ষণার্থী কর্মকর্তারা প্রশিক্ষণ কর্মসূচিতে অংশ নেন।

 


আপনার মতামত লিখুন :

মন্তব্য বন্ধ আছে।


ফেসবুকে আমরা