October 13, 2025, 4:47 pm
সর্বশেষ:
সাহসিকতায় অনন্য নজির: পিপিএম পদকে ভূষিত হলেন এসআই খাজু মিয়া নির্বাচনী দায়িত্বে দক্ষতা বৃদ্ধিতে পুলিশের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত নিজের বিবেক লিজ দেবেন না: দুদক কমিশনার তিতাস নদীতে ভাসছে ‘মিস্ট্রি হাউস’, কৌতূহল ছড়াচ্ছে চারপাশে মেঘনার দম্পতি সড়ক দুর্ঘটনায় নিহত — এলাকায় শোকের মাতম মেঘনায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবসে ভূমিকম্প ও অগ্নিকাণ্ড বিষয়ে মহড়া, র‍্যালি ও আলোচনা গজারিয়ার আনার পুর পরিকল্পিত ইউটার্ণের অভাবে মহাসড়ক এখন মৃত্যুফাঁদ হোমনা পৌরসভার প্রশাসক ঘুমাচ্ছেন? চাঁদপুর নৌ পুলিশের সপ্তম দিনের অভিযানে ৫০ জেলে গ্রেফতার নদীতে ঝোপ: মেঘনাবাসীর সংস্কৃতি না নদী হত্যার বৈধ অজুহাত?

মেঘনার দম্পতি সড়ক দুর্ঘটনায় নিহত — এলাকায় শোকের মাতম

মেঘনা (কুমিল্লা) প্রতিনিধি:

মুন্সিগঞ্জের গজারিয়ায় মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় কুমিল্লার মেঘনা উপজেলার দড়ি লুটেরচর গ্রামের এক দম্পতি নিহত হয়েছেন। শনিবার সকাল সাড়ে ১০টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের গজারিয়া উপজেলার আনারপুরা বাসস্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন— মেঘনা উপজেলার দড়ি লুটেরচর কাকনবাড়ি এলাকার মোঃ বিল্লাল হোসেন (৭৫) ও তার স্ত্রী আলোনা বেগম (৫০)। তাদের সঙ্গে থাকা আরও দুজন— আনিসা (পিতা আলম) ও অঞ্জনা (২৩), স্বামী আলম— গুরুতর আহত হন।

প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে চারজনই মহাসড়ক পার হচ্ছিলেন। এসময় ঢাকা থেকে চট্টগ্রামগামী একটি দ্রুতগামী বাস তাদের ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই বিল্লাল হোসেন মারা যান। পরে গুরুতর আহত অবস্থায় আলোনা বেগমকে উদ্ধার করে ভবের চর স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

গজারিয়া থানা পুলিশ দুর্ঘটনাস্থল পরিদর্শন করেছে। স্থানীয়রা অভিযোগ করেন, আনারপুরা এলাকায় পরিকল্পিত ইউ-টার্ন না থাকায় প্রায়ই এমন দুর্ঘটনা ঘটে।

একই পরিবারের দুইজনের মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে মেঘনার দড়ি লুটেরচর এলাকায় নেমে আসে শোকের মাতম। স্বজন, প্রতিবেশী ও স্থানীয়দের মধ্যে দেখা যায় শোকের ছায়া। নিহতদের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে।

 


আপনার মতামত লিখুন :

মন্তব্য বন্ধ আছে।


ফেসবুকে আমরা